রহস্যের পরতে পরতে মুক্তি পেল ‘ইকির মিকির’ ফাস্টলুক

কলকাতা: রমরমা এখন নেটদুনিয়ায়। একের পর এক ওয়েব সিরিজ ও ওয়েব ছবি মুক্তি পাচ্ছে ওটিটি-তে। সেই লিস্টে আসছে রাতুল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ইকির মিকির’। প্রকাশ্যে…

ekir-mikir

কলকাতা: রমরমা এখন নেটদুনিয়ায়। একের পর এক ওয়েব সিরিজ ও ওয়েব ছবি মুক্তি পাচ্ছে ওটিটি-তে। সেই লিস্টে আসছে রাতুল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ইকির মিকির’। প্রকাশ্যে এল থ্রিলারধর্মী ছবি ‘ইকির মিকির’-এর চরিত্রদের প্রথম লুক।

এম. এল. ফিল্মস প্রযোজিত ‘ইকির মিকির’ একটি থ্রিলারধর্মী ছবি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে রূপাঞ্জনা মিত্র, রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, তিয়াশা ও আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। তবে এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মহামারি। এই সংকটের সময়কে প্রেক্ষাপট করে গল্পের সুতো বুনেছেন পরিচালক। থ্রিলারধর্মী ছবি যখন, পরতে পরতে রহস্য তো থাকবেই। একটি হত্যাকে ঘিরে এগিয়েছে ছবির গল্প।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ছবিটি মূলত একটি ‘মৃত্যুরহস্য’। এক বহুতল বিল্ডিংয়ের এক সিকিউরিটি গার্ড খুন হয়। এই খুনে সন্দেহের তালিকায় প্রধানত দু’জনের নাম উঠে আসে। প্রথমজন এক ভদ্রমহিলা, নাম সুরাশা, যাঁর বয়স তিরিশের কোঠায়। তিনি তাঁর একমাত্র কন্যা সন্তানের সঙ্গে থাকেন। তাঁর স্বামী আটকে পড়েছেন বেঙ্গালুরুতে অতিমারী ও লকডাউনের কারণে। অপরজন এক ভদ্রলোক, নাম রঞ্জন। স্ত্রী ও মেয়েকে তিনি দুর্ঘটনায় হারিয়েছেন। তিনি ওই বিল্ডিংয়ে একটি পার্সেল ডেলিভারি করতে গিয়ে জড়িয়ে পড়েন। পুলিশের জেরায় এই দুই প্রধান সন্দেহভাজনের সম্পূর্ণ ভিন্ন দুটি ঘটনার বর্ণনা আমরা দেখতে পাই। ঘটনার তৃতীয় একটি সংস্করণ আমরা ছবির শেষে দেখতে পাই, যেটাই হল আসল সত্যটা। গল্পে মহামারী একটা বেশ বড় ভূমিকা পালন করছে। যা আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক।

ইকির মিকির’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র, রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী ও তিয়াশা,দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত পরিচালনায় এই ছবির আবহ পেয়েছে অন্য মাত্রা। ছবিতে প্রত্যেক চরিত্রের প্রথম লুক প্রকাশিত হল।

পরিচালক রাহুলের কথায়, ‘‘একেবারে টানটান থ্রিলার তৈরি করার চেষ্টা করেছি। প্রথম ভাগ ঘটনাবহুল। কিন্তু দ্বিতীয়ার্ধে গল্প অন্য মোড় নেয়। বলা ভাল, অপ্রত্যাশিত মোড় নেয়। একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। যা নিয়ে হয়তো আমরা খুব কম কথা বলি। আমরা ঠিক ৭ দিনে ছবিটা তৈরি করেছি। এইটুকু বলতে পারি, আপনার যদি থ্রিলার পছন্দ হয়, তাহলে এই ছবি আপনার জন্যই বানানো।’’