‘ওঁর কোনও স্পর্শ আমার ব্যাড টাচ মনে হয়নি’ তন্ময় ভট্টাচার্যকে নিয়ে আর কী বললেন শ্রীলেখা?

সম্প্রতি, একটি মহিলা সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তিনি দাবি করেছেন যে, সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য তাকে হেনস্তা করেছেন। এই ঘটনার পর…

Sreelekha-Mitra-Tanmay-Bhat

সম্প্রতি, একটি মহিলা সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তিনি দাবি করেছেন যে, সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য তাকে হেনস্তা করেছেন। এই ঘটনার পর শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), যিনি বাংলা চলচ্চিত্রের একজন সুপরিচিত অভিনেত্রী এবং সমাজের বিভিন্ন ইস্যুতে সোচ্চার, তিনি এই পরিস্থিতিতে তাঁর মতামত প্রকাশ করেছেন।

সিপিআইএম (CPIM) নেতা তন্ময় ভট্টাচার্যের(Tanmay Bhattchariya) বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি সাক্ষাৎকার নিতে আসা মহিলা সাংবাদিকের কোলে বসে পড়েন তার ক্যামেরা পারসনের সামনেই। পরে ওই মহিলা সাংবাদিক ফেসবুক লাইভে এসে পরো বিষয়টি জানায়। এর পরেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে এই ঘটনায়।

   

সম্প্রতি অভিনেতী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) আজতক বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘তন্ময় দা সবার সামনেই হাসি ইয়ার্কি ঠাট্টা করেন। মজা করেন। চিরতরুণ একটা হাবভাব আছে ওঁর মধ্যে। ফলে সেই দিক দিয়ে দেখলে তন্ময় দার কাছে কোনও মেয়ের গায়ে হাত দিয়ে কথা বলা কোনও আহামরি ব্যাপার না। আমি কখনও ওকে কোলে বসতে দেখিনি। দেখা হলে খুব সাধারণ ভাবেই কেমন আছ বলে জড়িয়ে ধরেন। আমাদের কাছে এটা জলভাত ব্যাপার। উনি আমার কাছে ফেলো কমরেড। ওঁর কোনও স্পর্শ আমার ব্যাড টাচ মনে হয়নি।’

তিনি আরও বলেন, ‘তবে তন্ময়দার ইয়ার্কির পাত্রী মেয়েটা হতে পারে না। আর মেয়েটা বারণ করলে তো ইয়েস মিনস ইয়েস, নো মিনস নো চলে আসছে। মেয়েটাকে আমি চিনি। আমার সাক্ষাৎকার নিয়েছিল, ভালো লেগেছিল বেশম মেয়েটা যা বলেছে সেটা উড়িয়ে দেওয়ার মতো নয়। আসলে সব ঘটনার দুটো দিক থাকে। এই বিষয়টা আমি না পারছি সম্পূর্ণ গ্রহণ করতে না পারছি এড়িয়ে যেতে।’

শ্রীলেখা (Sreelekha Mitra) এ বিষয়ে সমাজ মাধ্যমে সরব হয়ে লিখেছেন,‘অভিযোগ হলেই সে অভিযুক্ত নয়’ – এটা যারা বিশ্বাস করেন, এবার তারা কী বলবেন দেখা যাক!নিজের বেলায় আঁটিসাঁটি পরের বেলায় দাঁতকপাটি – এটা হয় না। আমরা কিন্তু বরাবরই বিশ্বাস করি অভিযোগ যার নামে, সে অবশ্যই অভিযুক্ত।’
পরে আরও একটি পোস্টে লেখেন, ‘অভিযুক্ত না কি দোষী…দল সাসপেন্ড কিন্ত করল’

প্রসঙ্গত, ইতিমধ্যেই মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ভিত্তিতে সিপিএম (CPIM) নেতা তন্ময় ভট্টাচার্যকে (Tanmay Bhattchariya) সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে দল। রবিবার এই বিষয়টি প্রকাশ্যে আসার পর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে জানান, বর্ষীয়ান নেতা শাস্তির মুখে পড়বেন।