‘পদাতিকের ব্যর্থতা আমায় প্রচণ্ড গর্বিত করেছে’ হঠাৎ এমন কেনো বললেন সৃজিত?

চলতি বছরের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখ্যপাধ্যায়(Srijit Mukherji) পরিচালিত পদাতিক (Padatik)। বাংলার চলচ্চিত্র দুনিয়ার কালজয়ী পরিচালকদের অন্যতম, চলচ্চিত্র নির্মাতা…

padatik

চলতি বছরের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখ্যপাধ্যায়(Srijit Mukherji) পরিচালিত পদাতিক (Padatik)। বাংলার চলচ্চিত্র দুনিয়ার কালজয়ী পরিচালকদের অন্যতম, চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ছবি তৈরি করেছিল সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherji)। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকের মন জয় করেছিল মৃণাল সেনের এই বায়োপিক ।

Advertisements

তবে পদাতিক ছবি বক্স-অফিসে খুব একটা সাফল্য পায়নি বক্স-অফিসে। কারন সেই সময়ে গোটা দেশ আরজি কর কান্ডে ঘটনায় প্রতিবাদে ফুঁসছিল। প্রতিবাদের ওগুন জ্বলছিল সব মহলে। এই তালিকায় বিনোদন জগতও বাদ যায়নি। তাই সেই সময় মুক্তি পাওয়া ছবি গুলো বক্স-অফিসে সাফল্য পায়নি।

   

তার পরেও পদাতিক ছবি নিয়ে গর্বিত বোধ করেন সৃজিত (Srijit Mukherji) । পদাতিক ছবির ৫০ পূর্ণ হওয়ার উপলক্ষ্যে সৃজিত মুখোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। পদাতিক ছবির একটি দৃশ্য শেয়ার করে পরিচালক লেখান, ‘ পদাতিকের আজ ৫০ দিন পূর্ণ হল। এটা আমার ২২ তম বাংলা ছবি। অনেকেই যাঁরা আমার এই ছবিটি দেখেছেন তাঁরা জানিয়েছেন এটা আমার করা সেরা ছবি। আমি এর আগে বেশ কিছু ছবি করেছি যেগুলো দর্শকদের থেকে ভালোবাসা পেয়েছে। কিন্তু এই ছবিটি যেমন অনুপ্রেরণা জুগিয়েছে তেমনই আনন্দ দিয়েছে।

এটি আমার করা এখনও পর্যন্ত যে ৩ টে ছবি বক্স অফিসে ডুবেছে সেগুলোর সঙ্গে যুক্ত হল, জাতিস্মর, নির্বাক এবং শাহজাহান রিজেন্সি। কিন্তু ওই তিনটের ব্যর্থতার মতো কষ্ট হয়নি। পদাতিকের ব্যর্থতা আমায় প্রচণ্ড গর্বিত করেছে।’ কারন হিসাবে পরিচালক আরও লেখেন ‘মৃণাল সেনের এল ডোরাডো ২০২৪ সালে তাঁকে ঠিক সেভাবেই উদযাপন করেছে যেভাবে তাঁকে পাওয়া যেত, রাস্তায়, প্রতিবাদে।’

উল্লেখ্য, পদাতিক (Padatik) ছবিতে মৃণাল সেনের চরিত্রে দেখা গিয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরি। মৃণাল সেনের স্ত্রীয়ের চরিত্রে দেখা গিয়েছ মনামী ঘোষকে।