HomeEntertainmentSrabanti Chatterjee: "আজও ভার্জিন আমি", চার নম্বর সম্পর্কে এসেও এ কি বলছেন...

Srabanti Chatterjee: “আজও ভার্জিন আমি”, চার নম্বর সম্পর্কে এসেও এ কি বলছেন শ্রাবন্তী

- Advertisement -

টলিউডের ব্যাপক চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তার অভিনয়ের থেকে তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে মুখরোচক চর্চা চলতেই থাকে নেট দুনিয়ায়। যদিও এক্ষেত্রে নায়িকার কোনও কিছু নিয়েই ভ্রুক্ষেপ নেই। বরাবরই নিজের মতো করে জীবনধারন করতে পছন্দ করেন অভিনেত্রী।

তার প্রেম, বিয়ে সবটা নিয়েই নেটিজেনদের চর্চার শেষ নেই। আর সেই চর্চার আগুনকে আরও উষ্কে দিয়ে এবার নিজেকে সিঙ্গেল এবং ভার্জিন বলে দাবি করে বসলেন শ্রাবন্তী। তার কথায়, “আমি প্রপার সিঙ্গেল।” সাক্ষাৎকারে ব্যবহার করা অভিনেত্রীর এমন কথা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তামাশায় পরিণত হলেন। মানুষ যেন আকাশ থেকে পড়লেন।

   

তিন বিবাহ করে চার নম্বর সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী, ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব সবটা নিয়েই ইতিমধ্যে নায়িকা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আলোচিত হচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে, আপনি কি চতুর্থ বারের মত বিয়ে করেছেন?

তার জবাবে শ্রাবন্তী বলেন, “আমি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছি, পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। আমি এখন পর্যন্ত ভার্জিন, মনের দুঃখ কষ্ট কেও বোঝার চেষ্টা করেনা।” আর যা শুনে নেটিজেনরা রীতিমতো চমকে গিয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রী প্রেম করেই তিন তিনটি বিয়ে করলেও, এখন সবটাই অতীত! মাঝে অভিনেত্রীর সম্পর্কে চতুর্থ প্রেমের গুজব উঠলেও তা এখন শেষের মুখে।

মাঝে মধ্যেই শ্যুটিংয়ের খাতিরে হোক বা কোথাও ঘুরতে যাওয়ার বা কোনও ফটোশ্যুটের ছবি শ্রাবন্তী নেট মাধ্যমে শেয়ার করলেই সেই নিয়েই তুমুল চর্চা শুরু হয় নেটিজেন আর অনুরাগীদের মধ্যে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular