হট লুকে সিক্স প্যাক দেখিয়ে বছরের শুরুতেই মহিলাদের মনে ঝড় তুললেন হৃত্বিক

hrithik roshan

হৃত্বিক রোশন (Hrithik Roshan) মানেই ডান্সিং স্টার। হৃত্বিক রোশন মানেই বলিউডের হার্টথ্রব নায়ক। হৃত্বিকের হ্যান্ডসাম লুকে পাগল কত শত মহিলা ভক্তরা। একসময় বলিউডের নম্বর ওয়ান পজিশন দখলে ছিল তার। তবে এখনও কিন্তু কদর কমেনি অভিনেতার।

তার সিনেমা থেকে ব্যাক্তিগত জীবন সবটাই চর্চায় থাকে। সেই চর্চাকে আরও তুখোড় করে তুলতে নতুন বছরে ভক্তদের জন্য নতুন চমক আনলেন অভিনেতা। নিজস্ব সোস্যাল মিডিয়ায় তার সিক্স প্যাকের ছবি শেয়ার করে মহিলা ভক্তদের মনে আগুন ছড়ালেন অভিনেতা।

   

মিরর সেলফির কায়দায় নিজের সিক্স প্যাকের ছবি তুলছেন হৃত্বিক। আর ওই ছবির ক্যাপশনে লিখেছেন “অল রাইট, লেটস্ গো, ২০২৩”। আর তা দেখে কমেন্টের বন্যা বয়ে গেছে হৃত্বিকের পোস্টে। অভিনেতাকে বহুদিন পর আবার পুরোনো হট অবতারে দেখে অবাক নেটিজেনরা।

হৃত্বিক রোশনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘বিক্রম বেদা’ ছবিতে। ছবিটি তামিল ছবি ‘বিক্রম মেদা’র রিমেক। যাতে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি এবং মাধবন। হিন্দি রিমেকে হৃত্বিকের সঙ্গে দেখা যায় সেফ আলি খানকে। তামিল ছবিটি বক্স অফিসে যেমন সাফল্য পায়, তেমন দাগ কাটতে পারেনি হৃত্বিক রোশনের ‘বিক্রম বেদা’।

সম্প্রতি, টাইগার শ্রফের সাথে আবার জুটি বেঁধে অভিনয় করতে দেখা যেতে পারে হৃত্বিককে এমনটাই খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন