ছবির ২০তম বার্ষিকীতে হৃত্বিক অনুরাগীদের জন্য সুখবর, আবার মুক্তি পাচ্ছে ‘লক্ষ্য’

সম্প্রতি হৃত্বিক রোশান (Hrithik Roshan) অভিনীত ‘লক্ষ্য’ (Lakshya) ছবিটি পূর্ন করল ২০ বছর। এই উপলক্ষে ২১শে জুন (21st June) আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এই…

lakha

সম্প্রতি হৃত্বিক রোশান (Hrithik Roshan) অভিনীত ‘লক্ষ্য’ (Lakshya) ছবিটি পূর্ন করল ২০ বছর। এই উপলক্ষে ২১শে জুন (21st June) আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এই ছবির পুনরায় মুক্তির ঘোষণা করেছেন ছবির পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar)।

হৃতিক রোশনের (Hrithik Roshan) কেরিয়ারের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ছিল ‘লক্ষ্য’ (Lakshya)। এটি একটি ওয়ার ড্রামা (War Drama)ঘরানার ছবি। এই চলচ্চিত্রের গল্প করণ শেরগিল (Karan Shergill) নামের এক ভারতীয় সৈনিককে কেন্দ্র করে আবর্তিত হয়। ছবিতে করণ শেরগিলের ভূমিকায় ছিলেন হৃত্বিক রোশান এবং তার প্রেমিকার চরিত্রে অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। এছাড়াও ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ওম পুরির (Om Puri) মতো অভিনেতারা।

   

সমাজমাধ্যমে এই ছবির পুনরায় মুক্তির ঘোষণা করে, ফারহান লিখেছেন, “সাহস এবং দেশপ্রেমকে আমাদের শ্রদ্ধাঞ্জলি । আমাদের সঙ্গে বড় পর্দায় লক্ষ্যর কুড়ি বছর উদযাপন করার জন্য যোগ দিন । ২১ শে জুন আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লক্ষ্য’।”

ছবিটির পুনরায় মুক্তি সম্পর্কে উত্তেজনা প্রকাশ করেছেন ছবির এক্সিকিউটিভ প্রডিউসার জোয়া আখতার (Zoya Akhtar)। এই ছবিটির পোস্টার তার ইন্সট্যাগারমে শেয়ার করে তিনি লিখেছেন, “এই ছবিতে কাজ করতে পারা আমার কাছে একটা লাইফ চেঞ্জিং অভিজ্ঞতা ছিল।” জোয়ার পোস্ট পুনরায় শেয়ার করে হৃত্বিক জোয়ার মন্তব্যের প্রতি সম্মতি জানিয়ে লিখেছেন, ‘সত্যি তাই’।”