আবার হিন্দি ওয়েব সিরিজ়ে শ্রীলেখা ! কিভাবে মিললো সুযোগ ? জানালেন অভিনেত্রী

সম্প্রতি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Srilekha Mitra) বিজয় নাম্বিয়ার পরিচালিত ‘কালা’ ওয়েব সিরিজ়ে শ্রীলেখাকে দেখেছেন দর্শক। ২০০৩ সালে মুম্বাই গিয়ে আমির খানের (Aamir Khan) সঙ্গে একটি…

srilekha mitra

সম্প্রতি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Srilekha Mitra) বিজয় নাম্বিয়ার পরিচালিত ‘কালা’ ওয়েব সিরিজ়ে শ্রীলেখাকে দেখেছেন দর্শক। ২০০৩ সালে মুম্বাই গিয়ে আমির খানের (Aamir Khan) সঙ্গে একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপন ও কাজ করেছিলেন তিনি। এরপর জানা যাচ্ছে ‘হাজারোঁ খোয়াইশে অ্যাইসি’ (Hazaraon Khwaishen Aisi)খ্যাত সুধীর মিশ্রের হিন্দি ওয়েব সিরিজ়ে কাজ করতে চলেছেন তিনি।

Advertisements

অভিনেত্রীর সমাজমাধ্যমে তার সহ অভিনেতা রজত কপূর, ভিভান শাহ, স্বরূপা ঘোষ এবং আদিত্য ভট্টাচার্যদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তিনি জানান যে সিরিজের লেখকের সুপারিশের পর মুখেশ ছাবরার কাস্টিং এজেন্সীর তরফ থেকে তার সঙ্গে অডিশন এর জন্য যোগাযোগ করা হয়। তবে ‘পারিয়া’র (Pariah) প্রমোশনে ব্যস্ত থাকায় সশরীরে অডিটন দিতে মুম্বাই যেতে পারেননি শ্রীলেখা। পরিচালক তথাগতের সাহায্যে একটি ভিডিও রেকর্ড করে পাঠান অভিনেত্রী এবং সিরিজ এর একটি চরিত্রের জন্য নির্বাচিত হন তিনি।

   

শ্রীলেখা জানান যে সুধীরের সঙ্গে কাজ করার আগ্রহেই সিরিজটিতে কাজ করতে আসেন তিনি। কিছু দৃশ্যে তার অভিনয় দেখে আরও কিছু দৃশ্য বাড়িয়ে দেন পরিচালক। তবে তার চরিত্র সম্পর্কে কোনও মন্তব্য করেনি অভিনেত্রী।সিরিজ়ে শ্রীলেখার দাদার চরিত্রে রয়েছেন পরিচালক বাসু ভট্টাচার্যের পুত্র আদিত্য ভট্টাচার্য,যিনি আমির খানের প্রথম ছবি ‘রাখ’ পরিচালনা করেছিলেন ।

টালিগঞ্জে কাজের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলেখা। তিনি অভিযোগ জানিয়েছেন যে সেখানে প্রতিভার যোগ্য কদর করা হয় না। বার বার নিজেকে প্রমান করলেও তিনি খুব বেশি কাজের সুযোগ পাচ্ছেন না, বলে জানিয়েছেন শ্রীলেখা । তার অভিযোগ, সম্প্রতি কাজ চাইতে গেলে তাকে ভালো পিআর রাখতে বলা হয়। সেখানে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।বর্তমানে কানপুর ও লখনউয়ে চলছে সিরিজটির শুটিং। সিরিজ়ের পরবর্তী অংশের শুটিং হওয়ার সম্ভবনা মুম্বাইয়ে।