অস্কার ২০২৬-এর দৌড়ে ইশান খট্টরের ‘হোমবাউন্ড’, উচ্ছ্বসিত করণ জোহর

Homebound Oscar Shortlist

ভারতের জন্য অস্কারের মঞ্চে ফের এক আশার আলো। পরিচালক নীরজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহরের ছবি ‘হোমবাউন্ড’ জায়গা করে নিল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (Best International Feature Film) বিভাগের শর্টলিস্টে। ইশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত এই ছবিটিই ছিল চলতি বছরের ভারতের সরকারি অস্কার এন্ট্রি।

মঙ্গলবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ১২টি বিভাগের শর্টলিস্ট প্রকাশ করে। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মোট ১৫টি ছবি জায়গা পেয়েছে। এই তালিকা থেকেই আগামী ২২ জানুয়ারি চূড়ান্ত পাঁচটি মনোনীত ছবির নাম ঘোষণা করা হবে।

   

শর্টলিস্টে আর কারা? 

ভারতের ‘হোমবাউন্ড’-এর সঙ্গে শর্টলিস্টে রয়েছে আর্জেন্টিনার Belen, ব্রাজিলের The Secret Agent, ফ্রান্সের It Was Just an Accident, জার্মানির Sound of Falling, ইরাকের The President’s Cake, জাপানের Kokuho, জর্ডনের All That’s Left of You, নরওয়ের Sentimental Value, প্যালেস্টাইনের Palestine 36, দক্ষিণ কোরিয়ার No Other Choice, স্পেনের Sirat, সুইৎজারল্যান্ডের Late Shift, তাইওয়ানের Left-Handed Girl এবং তিউনিসিয়ার The Voice of Hind Rajab।

করণ জোহরের উচ্ছ্বাস

অস্কারের শর্টলিস্টে ছবির নাম উঠে আসতেই উচ্ছ্বাসে ভাসেন প্রযোজক করণ জোহর। ছবির পোস্টার শেয়ার করে ইনস্টাগ্রামে তিনি লেখেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা তাঁর পক্ষে কঠিন।

করণ লেখেন, “৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ‘হোমবাউন্ড’ শর্টলিস্ট হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে যে ভালোবাসা ও সমর্থন আমরা পেয়েছি, তার জন্য আমরা গভীর ভাবে কৃতজ্ঞ।”

আরও এক পোস্টে তিনি বলেন, “আমি ঠিক জানি না, কতটা গর্বিত, উচ্ছ্বসিত আর আনন্দে ভরে আছি এই যাত্রা নিয়ে। @dharmamovies-এর জন্য ‘হোমবাউন্ড’ আমাদের ফিল্মোগ্রাফির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। কানে থেকে অস্কারের শর্টলিস্ট—এই পথচলা সত্যিই অভিভূত করে দেওয়ার মতো।”

নীরজ ঘেওয়ানকে ধন্যবাদ জানিয়ে করণ যোগ করেন, “@neeraj.ghaywan আমাদের অনেক স্বপ্ন পূরণ করেছেন। গোটা কাস্ট ও ক্রু এবং এই ছবির সঙ্গে যুক্ত প্রতিটি টিমকে ভালোবাসা। সামনে আরও এগিয়ে যাওয়ার অপেক্ষা।”

নীরজ ঘেওয়ানের প্রতিক্রিয়া

পরিচালক নীরজ ঘেওয়ানও সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ ভাগ করে নেন। ছবির পোস্টার শেয়ার করে তিনি লেখেন,
“৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ‘হোমবাউন্ড’ শর্টলিস্ট হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে পাওয়া অসাধারণ ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।”

কী নিয়ে ‘হোমবাউন্ড’

‘হোমবাউন্ড’-এর গল্প দুই শৈশববন্ধু—শোয়েব (ইশান খট্টর) ও চন্দন (বিশাল জেঠওয়া)-কে ঘিরে। দু’জনেই পুলিশের চাকরির স্বপ্ন দেখে। কিন্তু ব্যবস্থা ও সমাজ—কোনওটাই তাদের পথ সহজ করে দেয় না। বন্ধুত্ব, কর্তব্যবোধ এবং দমন-পীড়ন, শ্রেণি ও অর্থনৈতিক বৈষম্যের চাপে তরুণ প্রজন্মের লড়াই—এই সব বিষয় নিয়েই আবর্তিত হয়েছে ছবির আবেগঘন আখ্যান।

ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর, আদার পুনাওয়ালা, অপূর্ব মেহতা ও সোমেন মিশ্র। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন মারিজ দে সুজা ও মেলিতা টস্কান দু প্লান্তিয়ে। এক্সিকিউটিভ প্রযোজকের দায়িত্বে ছিলেন মার্টিন স্করসেসে ও প্রভীন খৈরনার।

‘হোমবাউন্ড’-এর বিশ্বপ্রিমিয়ার হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। পরে ছবিটি প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এই ছবি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন