পদ্মা সেতু নিয়ে গান গেয়ে ট্রোলের মুখে হিরো আলম

hero alam trolls singing padma bridge

সম্প্রতি উদ্বোধন হয়েছে পদ্মা সেতু। যা ভারতের সঙ্গে বাংলাদেশকে জুড়ে দিয়েছে। এবার সেই পদ্মা সেতুকে নিয়ে গান বাঁধলেন বাংলাদেশের বিখ্যাত গায়ক হিরো আলম। বিশাল পদ্মা নদীর ওপর তৈরি হয়েছে বিশাল আকার সেতু। যার চর্চা এখন দুই দেশের লোকমুখে। হিরো আলম তাঁর গানের জন্য একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। তাই তাঁকে চেনেন না এমন লোকের সংখ্যা খুবই কম।

Advertisements

বাংলাদেশের মাওয়া এলাকায় গানটির ভিডিও শুট করেছেন হিরো আলম। সোমবার তা ছেড়েছেন সোশ্যাল মিডিয়ায়। ‘পদ্মা সেতুর গান, শেখ হাসিনার জয়গান’। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়ে গিয়েছে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় লিখেছে সুর-তাল বিহীন গান গেয়ে কি করে এতটা ভাইরাল হওয়া যায় কে জানে! আবার অনেকে বলেছে, এরকম গান শুনলে তো সাধারন মানুষ অসুস্থ হয়ে পড়বেন।

   
Advertisements

রবিবার গানের শ্যুট এর সময় গায়ক হিরো আলম জানান, ‘যারা আমার গান শুনতে পছন্দ করেন না, তারা আমার গান শুনবেন না। কিন্তু আমি জানি এই গানটি আমার ভক্তরা হিট করাবে। আগে থেকে ঠিক ছিল না পদ্মা সেতু নিয়ে গান বানানোর। কিন্তু পরে তা ঠিক হয়ে যায়’।