অস্ত্রোপচার করে সইফের শরীর থেকে বার করা হল ছুরির অংশ, হল কসমেটিক সার্জারি, গ্রেফতার ৩

মুম্বই: বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই হামলার মুখে পড়েন বলিউড তারকা সইফ আলি খান৷ ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে৷ বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার করা হল তাঁর৷ লীলাবতী…

health update of actor saif ali khan

মুম্বই: বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই হামলার মুখে পড়েন বলিউড তারকা সইফ আলি খান৷ ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে৷ বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার করা হল তাঁর৷ লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছে ছোটে নবাবের৷ চিকিৎসকেরা সফল ভাবে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করে এনেছেন৷ সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল হয়েছে বলে জানানো হয়েছে। সফল হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও।

২-৩ ইঞ্চির ধারালো বস্তু বার করলেন চিকিৎসকেরা  health update of actor saif ali khan

সূত্রের খবর, সইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করেছেন চিকিৎসকেরা৷ ওটা ছুরিরই ভাঙা অংশ বলে মনে করা হচ্ছে। অভিনেতার শরীরে মোট ছ’টি ক্ষত রয়েছে। তার মধ্যে দু’টি ক্ষত গভীর বলে আগেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সইফ মেরুদণ্ডেক পাশের আঘাত গুরুতর বলেই জানিয়েছেন চিকিৎসকেরা৷ মেরুদণ্ডের পাশে স্নায়ুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ছুরির টুকরো বার করার পর ক্ষত স্থানের উপর কসমেটিক সার্জারি করা হয়েছে৷ এছাড়াও অভিনেতার গলায় ছুরির আঘাতে ১০ সেন্টিমিটারের গভীর ক্ষত তৈরি হয়েছে। পাঁজরের হাড়েও চোট রয়েছে তাঁর৷ 

   

গ্রেফতার তিন health update of actor saif ali khan

এই ঘটনার পরই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ৷ অভিনেতার বাড়ির পাঁচ পরিচারককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ ঘটনার সময় তাঁরা বাড়িতেই উপস্থিত ছিলেন৷ তাঁদের মধ্যে থেকেই তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে৷ তবে যে সইফের উপর ছুরির কোপ বসিয়েছিল, তাকে ধরা সম্ভব হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ 

 

বুধবার রাত ২টো নাগাদ সইফের বান্দ্রার বাড়িতে ঢুকে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। চুরি বা ডাকাতির উদ্দেশ্যেই ওই দুষ্কৃতী সইফের বাড়িতে ঢুকেছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে৷ ছুরি নিয়ে অভিনেতার উপর হামলা চালায় সে। রাতেই অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।