অপেক্ষার অবসান, মুক্তি পেল বহু প্রতিক্ষিত ছবি “হামি ২”(Hami 2)। বড়দিনে বড় উপহার পেলেন বাংলার সিনে প্রেমীরা। পর্দায় ফের লাল্টু-মিতালি জুটির ম্যাজিক। সিকুয়েল হলেও প্রথম ছবির সঙ্গে যে এর কোনও মিল নেই তার আভাস মিলেছিল ট্রেলারেই। তবে এমন কিছু জরুরি মেসেজ দিলেন নন্দিতা- শিবপ্রসাদ জুটি যা এক নতুন ট্রেড মার্ক তৈরি করল বলে মনে করা হচ্ছে। শুক্রবার ছবি মুক্তির দিনে চাঁদের হাট নবীনা সিনেমা হলে। তারকাখচিত এক অনবদ্য সন্ধ্যের সাক্ষী রইল দক্ষিণ কলকাতা।
ছোটদের মিষ্টি বন্ধুত্বের গল্প আর আধুনিক অভিভাবকত্বের প্রসঙ্গ নিয়ে তৈরি ‘হামি টু’ এর মূল আকর্ষণ ছিল ভেঁপু আর চিনু। দুই ছেলেকে নিয়েই লাল্টু মিতালির সংসার। বিস্ময় বালক ভেঁপু ৪৩-এর নামতা গড়গড়িয়ে বলে,বড় বড় হিসেব নিকেশ অনায়াসে করে, মহাকাব্যের গল্প-চরিত্র, দেশনায়কদের জীবনী তার মুখস্থ জল। রিয়্যালিটি শোতে গিয়েই প্রতিভাধর ছোট্ট রুকসানার সঙ্গে বন্ধুত্ব হয় ভেঁপুর।
রিয়েলিটি শো-য়ের দৌলতে’ফেমাস’ভেঁপু-র ভাইরাল হওয়ার দৌড় কোথাও যেন শিশুটিকে হাঁপিয়ে তোলে। ভাই তার দাদাকে টিভিতে দেখে খেলার মাঠে পাশে পায় না। কোনও কিছু শেখা বা সৃজনশীল হওয়ার থেকেও কি কম্পিটিশনে জেতা বড় হতে পারে? এই প্রশ্ন তোলে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাস পরিচালিত এই ছবি।
প্রিমিয়ারে ছিল তারকার মেলা, পুরো টলিউড একরাশ প্রত্যাশা নিয়ে হাজির নবীনা সিনেমা হলে। সবাইকে অবাক করে দিয়ে স্কুল ড্রেসে হলে পৌঁছলেন লাল্টু মিতালি। ছোটদের সঙ্গে মিশে গেলেন তাঁরা। নাইজেল আকারা, মনামি ঘোষ, সোহম মজুমদার, তনুশ্রী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-দের দেখা গেছে এখানে।
চমক জাগিয়ে কচিকাঁচাদের সঙ্গে মঞ্চে মন্ত্রী অরূপ বিশ্বাস। হামি ২ দেখতে হাজির সস্ত্রীক দেবাশিস কুমার। জমজমাট ভাবে হলো “হামি ২”-এর প্রিমিয়ার। বড় দিনের বড় চমকে শিবপ্রসাদ-নন্দিতা জুটি ঠিক কতটা সফল হল সেটাই দেখার।