Gurmeet: বাংলার জামাইয়ের জন্য আনা হল ৩টি কেক

Gurmeet

আজ তাঁর জন্মদিন। কেক কাটা হবে না তাই কি হয়! তবে একটা দুটো নয়, তিন তিনটে কেক কাটলেন গুরমিত চৌধুরী। যার পুরো ক্রেডিট গোস টু দেবিনা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ফ্রেন্ড। আজ সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনের ছবি ভাগ করে নেন গুরমিত। ক্যাপশানে লেখেন, ‘আরও একটা বছর ভালোবাসার, আশার, শান্তির আর ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানোর। সেই সব মানুষদের আরও কাছে থাকার, যারা জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ।’

Advertisements

বাঙালি কন্যার প্রেমেই মজেছিলেন মুম্বইয়ের অভিনেতা গুরমিত চৌধুরী। ১০ বছর পেরিয়ে সেই গুরমিতের প্রেমেই এখন মুম্বইবাসী বাঙালি কন্যা দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় এসেছিলেন তাঁরা। শহরে পা দিয়ে বাঙালি মতে বিয়েও সারেন তাঁরা। এখানেই শেষ নয়, অনুরাগীদের আরও একটি সুখবর দিয়েছেন এই জুটি। ১১ বছর পর পর্দায় ফের রোম্যান্স করবেন এই রিয়েল লাইফ কাপল।

এদিকে মা হতে চলেছেন বঙ্গতনয়া দেবিনা বন্দ্যোপাধ্যায়। খুশির এই খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন উড-বি-ফাদার গুরমিত চৌধারি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী-স্ত্রী দুজনের ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন অভিনেতা।

Advertisements

ছবিতে কালো পোশাকে রংমিলান্তিতে মেতে উঠেছেন দুই তারকা। বঙ্গতনয়ার শরীরে আগাম মাতৃত্বের আভাস স্পষ্ট। গুরমিত এই ছবির সঙ্গে লিখেছেন, ‘তিন হতে চলেছি আমরা। জুনিয়ার চৌধারি আসতে চলেছে। আপনাদের আশীর্বাদ চাই।’