নিউজ ডেস্ক: নাইজেরিয়ার (Nigeria) সোকোটো রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২০ জনের হয়েছে।
রয়টার্স জানাচ্ছে, মোটরসাইকেলে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে হামলাকারীরা। এতে বেশ কয়েকজন নিহত হন। কোনও জঙ্গি সংগঠন নাকি ডাকাত দলের হামলা সেটা নিয়েই প্রশ্ন।
নাইজেরিয়া প্রায়ই বোকো হারাম জঙ্গিদের হামলায় রক্তাক্ত হয়। বিভিন্ন বিদ্যালয় বা গ্রাম থেকে কিশোরীদের অপহরণ করা হয়।
শনিবার সোকোটো প্রদেশের হামলার পিছনে ডাকাত দল জড়িত বলে প্রাথমিক সন্দেহ। সোকোটো প্রদেশের পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, এই হামলা ডাকাত দলের। রয়টার্সকে তিনি বলেন, ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে খুন করেছে। তারা নয়টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।
নাইজেরা জঙ্গি হামলায় বারবার রক্তাক্ত হয়েছে। কিন্ত এত বড় ডাকাত দলের হামলা সাম্প্রতিক সময়ে হয়নি। ফলে সরকারি দাবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।