Gossip: প্রতিদিন সকালে গীতা পড়তেন অমিতাভ, কেন?

Gossip: অমিতাভ বচ্চন 55 বছর আগে 1969 সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন রঞ্জিত, যিনি সেই সময়ে…

Amitabh Bachchan

Gossip: অমিতাভ বচ্চন 55 বছর আগে 1969 সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন রঞ্জিত, যিনি সেই সময়ে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন। এরপর রাজস্থানে শুটিং হওয়া ‘রেশমা অর শেরা’ ছবিতেও একসঙ্গে কাজ করেন তারা। সব শিল্পীদের থাকার জন্য এখানে তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল। এখানেই রঞ্জিত দেখেছিলেন যে অমিতাভ বচ্চন প্রতিদিন সকালে গীতা পাঠ করতেন এবং রাতে বাবা-মাকে চিঠি লিখতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো স্মৃতি তাজা করেছেন রঞ্জিত।

রঞ্জিত বলেন, ‘অমিতাভ বচ্চন আমার পাশের তাঁবুতে ছিলেন। ওকে দেখতাম প্রতিদিন কিছু না কিছু পড়তে আর রাতে কিছু লিখতে। একদিন কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলাম সকালে কি পড়ে আর রাতে কি লেখে?

   

রঞ্জিত আরও বলেন, ‘এরপর অমিতাভ বলেছিলেন যে তিনি সকালে গীতা পাঠ করেন এবং রাতে তার বাবা-মাকে চিঠি লেখেন, যাতে তিনি তার পুরো দৈনন্দিন রুটিনের কথা বলেন।’ বিগ বি-র এই অভ্যাস খুব পছন্দ করতেন রঞ্জিতের।

Advertisements

কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বললে, অমিতাভ বচ্চনকে শীঘ্রই দক্ষিণের বিখ্যাত পরিচালক নাগ অশ্বিনের ছবি ‘কালকি 2898 এডি’-তে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসান।

বলা হচ্ছে দর্শকরা এতে ভগবান বিষ্ণুর কল্কি অবতার দেখতে পাবেন। ছবিতে অশ্বথামার ভূমিকায় দেখা যাবে বিগ বিকে। এছাড়া কন্নড় সিনেমা ‘বাটারফ্লাই’-এ প্লেব্যাক গান করবেন তিনি। ‘ভেত্তাইয়ান’ ছবির মাধ্যমে তামিল ভাষায় ডেবিউ করতে চলেছেন তিনি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News