Alia Bhatt Gangubai: ‘গাঙ্গুবাই’ ট্রেলারে আলিয়ার দাদাগিরি

মুম্বই: ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলার-আর গোটাটাই জুড়ে আলিয়ার (Alia Bhatt) দাদাগিরি। মুক্তি পেল ‘গাঙ্গুবাই’ (Gangubai) ট্রেলার। যা নিজের ট্যুইটারে শেয়ার করে আলিয়া ভট্ট নিজের…

Alia Bhatt Gangubai

short-samachar

মুম্বই: ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলার-আর গোটাটাই জুড়ে আলিয়ার (Alia Bhatt) দাদাগিরি। মুক্তি পেল ‘গাঙ্গুবাই’ (Gangubai) ট্রেলার। যা নিজের ট্যুইটারে শেয়ার করে আলিয়া ভট্ট নিজের লেখেন, ‘গঙ্গুবাঈ জিন্দাবাদ’। ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান ছবির ট্রেলার মুক্তির কথা। ছবিটি ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

   

ট্রেলার শুরুতেই চমকে গেলেন দর্শকেরা। আলিয়া ভট্টকে এমন অবতারে আগে কখনও দেখেননি দর্শক। কামাথিপুরার গঙ্গুবাঈ হিসাবে আলিয়া ভট্টের অত্যাশ্চর্য চেহারা এবং তাঁর দুর্দান্ত অভিনয় আপনাকে মুগ্ধ করবে। এই চরিত্রটি পর্দার নিপুন করে ফুটিয়ে তোলার জন্য অভিনেত্রী কামাথিপুরার যৌনপল্লীতে থেকে বাস্তব জীবনের যৌনকর্মীদের সঙ্গে দেখা করেন। যেখানে বাস্তব জীবনের গঙ্গুবাঈ বছরের পর বছর ধরে ‘ম্যাডাম’ হিসাবে রাজত্ব করেছিলেন। ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

অভিনীত সঞ্জয় লীলা বনশালি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র। যেখানে আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণকে।