রাজনীতি থেকে টলিউড, ‘গীতশ্রী’র প্রয়াণে শোকবার্তা বিশিষ্টদের

এক গীতময় যুগের অবসান ঘটল। মঙ্গলবার সন্ধ্যে নামতেই চিরতরে বিদায় নিল বাংলার সন্ধ্যা। প্রয়াত হলেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর এদিন সন্ধ্যে ৭.৩০ টা নাগাদ অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গীতশ্রীর প্রয়াণে বাংলার চলচ্চিত্র জগতের তারকারা শোক জ্ঞাপন করেছেন।

   

অভিনেত্রী তথা তৃণমূলের সাধারণ সহ সম্পাদক সায়নী ঘোষ টুইটারে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে নিজের গলায় গাইছেন গায়িকা। পাশে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী লিখেছেন, ‘সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু বাংলার একটি কালো দিন। তিনি সর্বদা সকলের হৃদয়ে থেকে যাবেন।’

অভিনেতা জিৎ টুইটে লিখেছেন, ‘এক যুগের অবসান ঘটল।’ পাশাপাশি প্রয়াত গায়িকার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানুয়ারি মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। দীর্ঘদিন লড়াইয়ের পর অবশেষে মঙ্গলবার জীবনের কাছে হেরে গেলেন কালজয়ী শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রাজ্যসভা সাংসদ শান্তনু সেন টুইট করে গায়িকার মৃত্যুর খবর ঘোষণা করেছেন। বুধবার তাঁর মরদেহ দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে আসবেন। তারপরেই শেষকৃত্য সম্পন্ন হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন