কলকাতা: বছরের শুরুতেই বিনোদন জগতে শোকের ছায়া। না ফেরার দেশে ‘বাঘা যতীন’ ছবির পরিচালক অরুণ রায়। বছরের শেষে ফুসফুসে সংক্রমণ নিয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপতালে ভর্তি হন পরিচালক। সেখানেই বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ (film director arun roy passes away)
ক্যানসারে ভুগছিলেন film director arun roy passes away
গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন পরিচালক ৷ বুধবার রাতেই তিনি কোমায় চলে গিয়েছিলেন বলে হাসপাতা সূত্রে খবর মেলে৷ অরুণ রায় ভালো নেই বলে জানিয়েছিলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ। সকাল হতেই মিলল দুঃসংবাদ৷
এগারো’, ‘চোলাই’, ‘বিনয় বাদল দীনেশ’, ‘8/12’, ‘হীরালাল’ এবং ‘বাঘাযতীন’এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে৷ শেষ ছবি ‘বাঘাযতীন’৷ এই ছবির শুটিং চলাকালীনই তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে৷ গত বছরের শেষে ফুসফুসে সংক্রমণ নিয়েই ভর্তি হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ সেই সময় অবশ্য জ্ঞান ছিল পরিচালকের৷ আইসিইউতে বাইপ্যাপ-এর সাহায্যে রাখা হয়েছিল তাঁকে৷ এর পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তিনি কোমায় চলে যান৷
ক্যানসারে কাবু film director arun roy passes away
চিকিৎসকরা জানান, ক্যানসার একেবারে শেষ করে দিয়েছিল তাঁকে৷ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেই কারণেই দ্রুত ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে।
অরুণ রায়ের হাত ধরেই বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেতা কিঞ্জল নন্দ। ‘৮/১২’ ছবিতে ‘বিনয় বসু’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রিয় পরিচালকের মৃত্যুতে ভারাক্রান্ত তাঁর মন৷
Entertainment: The entertainment world mourns the loss of director Arun Roy of ‘Bagha Jatin’ fame. He passed away at 7 AM on January 2, 2025, due to lung infection complications after battling cancer for over a year.