Farhan-Shibani Wedding Pics: প্রকাশ্যে এল ফারহান-শিবানীর এক্সক্লুসিভ বিয়ের ফটোশ্যুট

farhan-shibani-wedding

চার বছর লিভিংয়ের পর খাতায় কলমে পাকা হতে হয়েছে তাঁদের সম্পর্ক। সাত পাকে বাঁধা পরেছেন ফারহান ও শিবানি। ১৯ ফেব্রুয়ারি, শনিবার মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করেন শিবানী ডান্ডেকর এবং ফারহান আখতার (Farhan-Shibani Wedding)। তবে একেবারে অন্যরকম কায়দায় বিয়েটা সারলেন তাঁরা। এই বিয়েতে ছিল না ছাদনাতলা, না ছিল আগুনকে ঘিরে সাত পাক। এমনকী, দেখা যায়নি নিকাহর নানা নিয়মকানুনও। বরং বিয়েতে উপস্থিত অতিথিদের সামনে সারাজীবন একসঙ্গে থাকার শপথবাক্য পাঠ করলেন ফারহান ও শিবানী।

Advertisements

farhan-shibani-wedding

ফারহান-শিবানীর বিয়ের ছবি পোস্ট হতেই শুরু হয়েছে গুঞ্জন। যা দাবানলের মতো ছড়িয়ে পরেছে। বিয়ের ছবিতে গায়িকার শরীরে মাতৃত্বের আভাস লক্ষ করেছেন ভক্তরা। যা দেখে উঠছে প্রশ্ন, ‘শিবানী কি অন্তঃসত্ত্বা?’, ‘মাতৃত্বের আভাস দেখা যাচ্ছে।’ তাছাড়া বলিপাড়ার খবর ছিল, এপ্রিল মাসে বিয়ে করবেন দুই তারকা। কিন্তু হঠাৎ সে তারিখ এগিয়ে ফেব্রুয়ারি মাস হওয়ার এই গুঞ্জনে পরছে ঘি। প্রশ্ন উঠছে, তাহলে কি শিবানী মা হবেন বলেই বিয়ের তারিখ এগিয়ে নেওয়া হল?

farhan-shibani-wedding

Advertisements

সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে ১৭ বছরের দীর্ঘ দাম্পত্যের সম্পর্কে ছিলেন ফারহান। ফারহান ও অধুনার রয়েছে দুই কন্যা সন্তান শায়কা ও আকিরাও। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর শিবানীর প্রেমে পড়েন ফারহান।

farhan-shibani-wedding