কথায় আছে, নারীরা শাড়িতেই সুন্দর। আর সেই নারী যদি হয় টলিউডের খ্যাতনামা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) তাহলে তো আর কোন কথাই নেই। তার অপরূপ রূপে তিনি যা পোশাক পড়ে তাতেই হয়ে উঠেন অনন্যা।
তার সিনেমা জগতের পেশায় দীর্ঘ কুড়ি বছরের যাত্রায় ওঠা-নামার পাশাপাশি হয়েছে তাকে নিয়ে অনেক সমালোচনা। এই অভিনেত্রী অনেক কম বয়সেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীকালে সেই বিয়ে না টিকে থাকার ফলে তিনি আবারও দ্বিতীয় বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল কৃষণ ভারদ্বাজের সাথে। ভাগ্যের ফেরে এবং নানা মনোমালিন্যের জেরে অভিনেত্রীর দ্বিতীয় বিবাহ ছিল ক্ষণস্থায়ী। এই দুই বিবাহের পর তিনি আবারো 2019 সালে রোশান সিং নামক এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এই বিবাহ বন্ধনও শ্রাবন্তীর জীবনে সুখকর হয়ে উঠল না।
কিন্তু বর্তমানে তিনি এখন নিজেকে ‘ হ্যাপিলি সিঙ্গেল’ বলে দাবি করেন। তার ব্যক্তিগত জীবনের নানা ওঠা-পড়া হলেও, অভিনয় জীবনে তার একটুও প্রভাব ফেলতে যায়নি তিনি। বর্তমানে এই উৎসবের মরসুমে চারিদিক যখন সাজোসাজো রব তখন তিনিই বা বাদ থাকেন কেন উৎসবের বিভিন্ন আনন্দ উপভোগ করার থেকে। এমনই এক আনন্দঘন মুহূর্তের ছবি তিনি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করেছেন।
https://www.instagram.com/p/CjaXNNIBfCU/?utm_source=ig_web_copy_link
শ্রাবন্তীর পরনে রয়েছে গোলাপি রঙের শাড়ি এবং ডিপকাটিং স্লিভলেস ব্লাউজ। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করার সাথে সাথেই তার ভক্তদের এসেছে হাজারো মন্তব্য। কেউ বলেছে, ” চোখ জুড়ালো প্রাণ জুড়ালো তুমি যে মনেরই মতন” আবার কেউ “শুভ বিজয়া” জানিয়েছেন অভিনেত্রী কে। সবকিছু মিলিয়ে তিনি এখন বেজায় ব্যস্ত তার নিজস্ব জীবন এবং পরিবারকে নিয়ে।