বন্ধু চন্দ্রমৌলির প্রয়াণে আবেগঘন রূপম ইসলাম

রবিবার রাতে সঙ্গীত জগতে নখত্রপতন। কলকাতার বাড়ি থেকে উদ্ধার হয় ফসিলস(Rupam Islam) Rupam Islam এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ। এমন খবরে খুব স্বাভাবিক ভাবেই…

Ex-Member of Fossils Band, Chandramouli Biswas, Allegedly Takes His Own Life

রবিবার রাতে সঙ্গীত জগতে নখত্রপতন। কলকাতার বাড়ি থেকে উদ্ধার হয় ফসিলস(Rupam Islam) Rupam Islam এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ। এমন খবরে খুব স্বাভাবিক ভাবেই ভেঙ্গে পরেন ব্যান্ডের সদস্যরা। তবে কথায় আছে,শিল্পীর কাছে বোধ হয় আগে তার কাজ। এই দুংসংবাদ পাওয়ার পরে কল্যাণীর বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠানে পারফর্ম করেন ফসিলস টিম।
স্টেজে উঠেই রুপম স্মরণ করেন বন্ধুর বিয়গের কথা। মৃত্যু শোকের ছায়ার মধ্যেই তিনি গান ধরলেন। ফিরে গেলেন যেন স্মৃতির শরণি ধরে। এর আগে ষোলোবার বঙ্গ-সংস্কৃতি উৎসবে ফসিলস টিমের সঙ্গে এসেছেন তিনি। পিছনের জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠতে থাকল সেই মানুষটার ছবি যে পা বাড়িয়েছে অনন্তের পথে। আবেগঘন রকশিল্পী বলেন, “এই নিয়ে একুশবার বঙ্গ-সংস্কৃতি উৎসবে, তার মধ্যে ষোলোবার আমাদের সঙ্গে যিনি পারফর্ম করেছেন, তাঁর ছবি পিছনে ফুটে উঠেছে। আমরা আসার সময় গাড়িতে একটা খবর পেয়েছি। সেই খবরটা বজ্রাঘাতের মতোই আমাদের মাথায় এসে পড়েছে।

এই পরিস্থিতিতে কেউই গান গাইতে পারে না, কারওর হাতের বাদ্যযন্ত্র বেজে ওঠে না। কিন্তু বাংলা রক জনতা আমাদের সামনে উপস্থিত। যাঁদের খোঁজ আমরা একসঙ্গেই করেছিলাম। একটা বিরাট সময় চন্দ্র তখন আমাদের সঙ্গেই ছিল। আমি কখনও বিশ্বাস করিনি, চন্দ্রকে ছাড়া এই ব্যান্ড কোনওদিন পারফর্ম করবে। ওর সঙ্গেই আমার বেশি বন্ধুত্ব ছিল।” রুপম আরও বলেন “চন্দ্রমৌলি বিশ্বাসের সঙ্গে গত বছর পর্যন্ত যোগাযোগ ছিল। নানান দার্শনিক বিষয়ে কথা হত। কিছু কিছু গান নিয়ে ওঁর সঙ্গে বসার কথা ছিল। তবে ওঁর জীবন আলাদা করে চলছিল। আমার মনে হয় না সেই সব গান আমি আর কোনওদিনই প্রকাশ করতে পারব।” রুপমের খুব কাছের বন্ধু ছিলেন চন্দ্রমৌলি। বন্ধু বিয়োগে শোকস্তব্ধ হয়ে যান তিনি

   

২০০০ থেকে ২০১৮ সাল অর্থাৎ দীর্ঘ আঠেরো বছর ফসিল্‌সের সদস্য ছিলেন চন্দ্রমৌলি। পরবর্তীতে নিজের দল গড়েন। বর্তমানে তিনি ‘গোলকে’র সদস্য ছিলেন। রবিবার সকালেই ফেসবুকে প্রোফাইল ছবি বদলে ছিলেন তিনি। একদিনও কাটল না, বেলা ফুরতেই এমন দুসংবাদ। তাঁর দলের এক সদস্যের কথায়, “নতুন করে দল হল, সদ্য মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। তার মধ্যে এ রকম কাণ্ড ঘটে যাবে ভাবতে পারিনি।” জানা গিয়েছে চন্দ্রমৌলি বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। কাজ না পাওয়ায় এমন অবসাদের জন্ম হয়েছিল।
রুপম ভক্তরাও এমন খবর শুনে গভীর শোকাহত। ভক্ত ও জনতাদের একাংশ সোশ্যাল মিডিয়ায় জানায়-তাঁর চলে যাওয়ার এই ক্ষতি কখনো পূরণ হবে না। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে ঠিক কি কারণে এমন ঘটল।