বয়স তো শুধুমাত্র একটি সংখ্যা। কিন্তু মনের বয়স তো আর সাধারন বয়সের মত বেড়ে যায় না। ৯০ দশকে সবাই তাঁকে দেখে ক্রাশ খেত। কিন্তু বর্তমানে তার ফিটনেস দেখে ক্রাশ (crush) খাচ্ছে সবাই।
Advertisements
আমরা কথা বলছি সুনীল শেট্টিকে নিয়ে। বেশ কিছু বছর হল সিনেমা জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি বয়স হয়েছে তাঁর ৬০। কিন্তু দেখে কেউ বলবে না তা। বর্তমানে তার ফিটনেস দেখে আরো বেশি করে মেয়েরা প্রেমে পড়ে যায়।
সত্যিই বোধহয় বয়স একটি সংখ্যা। বর্তমানে বি টাউনে পা রেখেছে সুনীল শেট্টির ছেলে ও মেয়ে দুজনেই। ৯০ দশকে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন এই অভিনেতা। দিলবালে, ধাদকান, মহড়া, বর্ডার, কৃষ্ণা ইত্যাদি আরও অনেক।
Advertisements
কিন্তু বর্তমানে অভিনেতা কি করছেন! তাই নিয়ে একাধিকবার জল্পনা জড়িয়েছে। কিন্তু সেই জল্পনা উস্কি তার ফিগারের প্রতি সকলের বারবার নজর যায়।
View this post on Instagram


