‘End of Story’ লিখলেন TMC সাংসদ দেব

গল্প শেষ! লিখলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেতা দেব (দীপক অধিকারী)। তাঁর টুইটে আলোড়ন রাজনৈতিক ও বিনোদন মহল। দেবের টুইট থেকে একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে।…

Bengali actor-MP Deb's tweet is causing a stir

short-samachar

গল্প শেষ! লিখলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেতা দেব (দীপক অধিকারী)। তাঁর টুইটে আলোড়ন রাজনৈতিক ও বিনোদন মহল। দেবের টুইট থেকে একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে।

   

কেন দেব এমন লিখলেন? তিনি নিজে শাসকদলের সাংসদ আবার তাঁরই অভিনীত ছবি নন্দনে ঠাঁই মেলেনি!গত ২৩ ডিসেম্বর মুক্তি পায় দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি ছবি। ছবিটি বক্স অফিসে দারুন সাড়া ফেলেছে। তবে নন্দনে ঠাঁই হয়নি প্রজাপতি ছবিটির। সেটা নিয়েই প্রজাপতি ছবির প্রযোজক তথা পরিচালক দেব টুইট করলেন। তিনি লিখেছেন, “Will miss u Nandan this time No Issue Will meet again… End of Story”

সিপিআইএম, শিবসেনা, তৃ়নমূল ঘুরে মিঠুন এখন বিজেপিতে। তিনিও প্রজাপতি ছবির অভিনেতা। রাজনৈতিক মহলের আলোচনা, এই ছবিতে মিঠুন থাকায় নন্দনে মুক্তি পায়নি প্রজাপতি।

দেব এবং মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য আছেন।