Ena Saha Exclusive : জন্মদিনে ‘একলাই’ হাসিমুখে এনা সাহা

ena saha celebrate her birthday

আদিত্য ঘোষ, কলকাতাঃ গত এক সপ্তাহ জুড়েই তাঁর জন্মদিন পালন চলছে। সমাজ মাধ্যমের আনাচে কানাচে সেই ছবির ভিড়। ইদানীং তাঁর কড়া ডায়েট কি ভাঁটা পড়বে আজ? কীইবা প্ল্যান ফেঁদেছেন আজকে? নাকি স্পেশাল কোনও সারপ্রাইজ অপেক্ষা করছে তাঁর জন্য? তাঁকে ফোনে পাওয়া গেল অবশেষে! অভিনেত্রী কি আজকে দেরী করে ঘুম থেকে উঠেছেন? গলায় ঘুমের আবছা ছায়া জড়িয়ে ফোনের ওপার থেকে ভেসে এল ‘হ্যালো’। শুভেচ্ছা বিনিময়ের পরে জিজ্ঞাসা করা হল, ” আজকে স্পেশাল কিছু আছে নিশ্চয়!” তিনি উত্তর দিলেন, ” তেমন স্পেশাল কিছু নেই। পরিবারের সঙ্গেই কাটাব।”

ena

   

তাঁর সঙ্গে বার্তালাপের সূত্রে জানা গেল যে, তিনি এখন কাজেই ফোকাস করতে চান। তাঁর এখন সবকিছু কাজেই শুরু এবং কাজেই শেষ। তাঁর কথায়, ” জন্মদিন মানেই আবার নতুন করে নিজেকে গড়ে তোলা। আমার এখন একটাই কাজ। কাজ করে যাওয়া। অভনেত্রী এবং প্রযোজক দুই হিসেবেই আমার প্রচুর কাজ করে যেতে হবে।” জিজ্ঞাসা করা হল, ” আজও কি কড়া ডায়েট?” তিনি হাসতে হাসতে বললেন, ” একদম না। আজ কবজি ডুবিয়ে খাব।”

তাঁকে আবার জিজ্ঞাসা করা হল, ” সামনে কী কী কাজ আসছে?” তিনি বললেন, ” আমার প্রযোজনা সংস্থার তরফে একটি সিনেমা নাম ডাক্তারকাকুতে আমি অভিনয় এবং প্রযোজনার কাজ করেছি। এছাড়াও আরও দুটি চমকে দেওয়া কাজ খুব শিরগিরি আসবে।” তাঁকে প্রশ্ন করা হল, ” এই বছর জন্মদিন কি একলাই কাটবে?” তিনি বললেন, ” কেন, আমার পরিবার আছে। অনেক শভানুকাঙ্খীরা আছে। আর কী চাই?” ফের তাঁকে জিজ্ঞাসা করা হল, ” মানে তুমি এখন হ্যাপিলি সিঙ্গেল?” তিনি হাসতে হাসতে বললেন, ” একলা আছি, বিন্দাস আছি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন