খুশির হাওয়া বাংলা সিনেমার অন্দরমহলে, ইম্ফার দৌলতে কমল খরচ

এতদিনে বাংলা ছবির পাশে দাঁড়ানো গেল! অবশেষে বাংলা ছবির প্রেক্ষাগৃহ সংক্রান্ত চার্জ অবশেষে কাটছাঁট করা হয়েছে। ফলে প্রযোজকদের একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে। ইম্পার…

এতদিনে বাংলা ছবির পাশে দাঁড়ানো গেল! অবশেষে বাংলা ছবির প্রেক্ষাগৃহ সংক্রান্ত চার্জ অবশেষে কাটছাঁট করা হয়েছে। ফলে প্রযোজকদের একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে।

ইম্পার তরফ থেকে জানানো হল, যেখানে হিন্দি এবং অন্যান্য ভাষার ছবি এত দিন পশ্চিমবঙ্গে ৭ দিন সিনেমা হলে দেখানোর জন্য সাড়ে ৫ হাজার টাকা খরচ হত। সেখানে বাংলা ছবিকে সেই জায়গায় দিতে হত ৭ হাজার টাকা। সুতরাং খরচ দাঁড়াত প্রতিদিন হাজার টাকা। ইম্পার উদ্যোগে সেই খরচই এবার কমতে চলেছে।

   

আরও জানা গিয়েছে ইম্পার সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ইউফো বাংলা ছবির ডিজিটাল প্রোজেকশন চার্জ কমাতে রাজি হয়েছে। সেই অনুযায়ী, এ বার প্রতি বাংলা ছবির খরচ দাঁড়াবে সপ্তাহে দু’হাজার একশো টাকা। এর সঙ্গে থাকবে জিএসটি। তাতেও প্রতি দিনের খরচ দাঁড়াবে তিনশো টাকা থেকে বড় জোর পাঁচশো টাকা।

ইম্পার এই উদ্যোগ নিয়ে প্রযোজক রানা সরকার সোশাল মিডিয়ার লম্বা পোস্টে লিখলেন, ”প্রিয় শ্রীকান্তদা ও মনিদা, নিশ্চয় খবর পেয়েছ EIMPA-এর উদ্যোগে UFO বাংলা সিনেমার জন্য Digital Projection Charge একলাফে 1/3rd কমিয়ে দিয়েছে। এতদিন digital projection-এ সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলা সিনেমার প্রযোজকদের সবচেয়ে বেশি টাকা দিতে হতো, হিন্দি সিনেমা বা অন্যান্য রিজিওনাল সিনেমার থেকে অনেক বেশি। কলকাতার যেকোন সিনেমা হলে হিন্দি বা দক্ষিণী সিনেমার Digital Charge যা দিতে হয় বাংলা সিনেমার মত ধুঁকতে থাকা একটি ইন্ডাস্ট্রির জন্য টাকা কেন বেশি দিতে হবে সেই নিয়ে অনেক আন্দোলন হয়েছে। আমরাও অনেক চেষ্টা করেছি যাতে এই Charge কমানো হয়, কিন্তু এতদিন হয়নি।”