‘আমার পরিবার নাকি দানব’, আরিয়ান জেলে থাকাকালীন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কিং খান

গত বছর মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan)। যার কারণে মুখ পড়েছিল কিং খানের এবং তাঁর স্ত্রীর। Advertisements…

shah rukh khan family

গত বছর মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan)। যার কারণে মুখ পড়েছিল কিং খানের এবং তাঁর স্ত্রীর।

Advertisements

সম্প্রতি ইয়ারিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও যেন মাদক কাণ্ড তার পিছু ছাড়তে চাইছে না। জনরোষের মুখে পড়েছিলেন তাঁরা। কিছু লোকজন ‘দানব’, ‘সন্ত্রাসবাদী’, ‘নরখাদক’ কোনও তকমা দিতেই ছাড়েননি শাহরুখের পরিবারকে। এবার সেই নিয়েই ভেঙে পড়লেন কিং খান। একমাস জেলে থাকার পর ছাড়া পান আরিয়ান।

   

সেসময় মাদক মামলার তদন্তে গঠিত হয়েছিল বিশেষ তদন্তকারী দল। যার প্রধান ছিলেন সঞ্জয় সিং। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে তিনিই কিং খানের মানসিক অবস্থা তুলে ধরেছেন। তাঁর কথায়, তদন্তের সময় তাঁদের সামনে বসে কাঁদতে কাঁদতে শাহরুখ তাঁর পরিবারের মানসিক অবস্থার কথা তুলে ধরেছিলেন। বলেছিলেন, এখন তাঁর পরিবারের লোকজনকে দানব, সন্ত্রাসবাদী এসব কথাও শুনতে হচ্ছে।

সঞ্জয় আরও জানিয়েছেন, আরিয়ানও রাতে ঘুমোতে পারছিলেন না। বাবা হয়ে কী ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে ছেলেকে ফোনে সঙ্গ দিয়েছেন কিং খান। এমনকি আরিয়ান খান পাল্টা বলেছিলেন, স্যার আপনি আমার পরিবারের সম্মান নষ্ট করছেন। সত্যিই কি এটা আমাদের প্রাপ্য ছিল?