কলকাতা: বাংলা বিনোদন জগতে চাঞ্চল্যকর খবর। টলিউডের পরিচিত অভিনেতা-প্রযোজক তথা টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক অঙ্কুশ হাজরাকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত অঙ্কুশ।
বেআইনি বেটিং অ্যাপ মামলা
সূত্রের খবর, ইডি ইতিমধ্যেই মাস খানেক আগে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত একটি মামলা রুজু করেছে, যেখানে ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা এবং একাধিক নেটপ্রভাবী। এবার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে অঙ্কুশ হাজরা। তদন্তকারীরা পুজোর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
তদন্তের ধারায় অভিযোগ, ওই অ্যাপগুলির প্রচারে যুক্ত ব্যক্তিরা আর্থিক সুবিধা পেয়েছেন। ইডি’র সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে এবং সংস্থার নজর এড়াতে সেই টাকা হাওয়ালার মাধ্যমে ঘোরানো হয়েছে।
অ্যাপ প্রচারের সঙ্গে যুক্ত ED summons Ankush Hazra
বেশ কিছু সূত্রে জানা গিয়েছে, বিনোদন জগতের পরিচিত কিছু চেহারা এবং নেটপ্রভাবী এই ধরনের বেআইনি অ্যাপ প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এই ঘটনার ফলে টলিউডের এক পরিচিত মুখ প্রথমবারের মতো এমন মামলার কাঠগড়ায় দাঁড়াচ্ছেন।
অঙ্কুশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তার প্রতিনিধির তরফ থেকেও এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনায় টলিউডে নীরবতার ছায়া। শিল্পী মহলে শোরগোল ও কৌতূহল সৃষ্টি হয়েছে, কারণ এটি প্রথমবারের মতো সরাসরি একজন টেলিভিশন ও সিনেমার পরিচিত মুখের সঙ্গে সম্পর্কিত হচ্ছে।
এই ঘটনার পরবর্তী আপডেট এবং অঙ্কুশ হাজরার জবাব সংক্রান্ত খবর নিয়ে নজর রাখছে সাংবাদিক মহল ও বিনোদনপ্রেমীরা। ইডি তদন্তের পর মামলার পরিধি আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Entertainment: Bengali actor-producer Ankush Hazra has been summoned by the Enforcement Directorate (ED) in a probe into illegal online betting apps. He is accused of promoting the apps, which are suspected of generating crores through money laundering.