HomeEntertainmentSaayoni Ghosh: সায়নীকে জেরা শেষ, বয়ান রেকর্ড দিল্লিতে পাঠাল ইডি

Saayoni Ghosh: সায়নীকে জেরা শেষ, বয়ান রেকর্ড দিল্লিতে পাঠাল ইডি

সায়নীর সব উত্তর সন্তোষজনক নয়: ইডি

- Advertisement -

নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল কংগ্রেস যুবনেত্রী তথা টলিউড অভিনেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা দিল্লিতে পাঠাল ইডি। দিল্লি থেকে নির্দেশ আসার অপেক্ষা। তার পর পরবর্তী পদক্ষেপ নেবে ইডি।

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে সায়নী ঘোষের বিষয়ে কিছু তথ্য পায় ইডি। তার ভিত্তিতে তৃণমূল যুবনেত্রীকে জেরায় ডাকা হয়। সায়নীর সম্পত্তি খতিয়ান নিয়েও সন্দিহান ইডি। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে শুক্রবার তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে জেরা করায় রাজনৈতিক মহল সরগরম।

   

নিয়োগ দুর্নীতির (job scam) বিপুল আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে (Saayoni Ghosh) জেরা করেছে ইডির। এই দুর্নীতিতে আগেই ধৃত কুন্তল ঘোষের সাথে সায়নীর কী সম্পর্ক তাতেই ইডির নজর।

জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতিতে কুন্তল ও তাপসের ১৯ কোটির লেনদেন হয়েছিল। এর সাথে সায়নীর সংযোগ কতটা তা জানতে চায় ইডি। সায়নীর বয়ান রেকর্ড করে দিল্লিতে পাঠিয়েছে ইডি। দিল্লি থেকে পরবর্তী নির্দেশ মতো কাজ হবে বলে জানানো হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular