চলতি বছরে তৃতীয়বার পর্দায় ফেরার জন্য তৈরি শাহরুখ খান। বিশ্বজুড়ে মুক্তি পাবে কিং খান অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ (Dunki)। মঙ্গলবার ছবির প্রচারে নতুন মাত্রা যোগ করল সংযুক্ত আরব আমিরশাহি। শহর দুবাইয়ের বিশ্বখ্যাত বুর্জ খলিফায় দেখানো হল ‘ডাঙ্কি’র ট্রেলার। সোশ্যাল মিডিয়া ভাইরাল হল ভিডিও ও ছবি,
মঙ্গলবার দুবাইয়ে ঝলমলে প্রচার হল শাহরুখ খানের আগামী ছবি ‘ডাঙ্কি’র। উপস্থিত ছিলেন কিং খান। এদিন দুবাইয়ের আকাশে ওড়ে অজস্র ড্রোন, আলোর মালা দিয়ে তৈরি হল কিং খানের দুই বাহু ছড়িয়ে দাঁড়ানো সিগনেচার পোজ এবং সেই সঙ্গে একটি উড়োজাহাজ। আইকনিক বুর্জ খলিফায় প্রদর্শিত হল ‘ডাঙ্কি’র ট্রেলার। এই ড্রোন শো চলাকালীন পোজ দিলেন কিং খানও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ও ছবি ভাগ করে নিয়েছে শাহরুখ খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব ‘এসআরকে ইউনিভার্স’।
Dunki & @iamsrk lighting up the skies in Dubai!!! A marvellous drone show organised near the Burj Khalifa for the first time ever to celebrate a film and of course… a very special person and an extremely special film! See you in the theatres on 21st of December! The film is for… pic.twitter.com/obvXHQqdBd
— Pooja Dadlani (@pooja_dadlani) December 19, 2023
রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথমবার বড়পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী তাপসী পন্নু। সেই সঙ্গে এই ছবিতে রয়েছেন ভিকি কৌশল, বোমন ইরানি, বিক্রম কোছার, অনিল গ্রোভারের মতো তারকা অভিনেতারা। বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
এই ছবির গল্প লিখেছেন অভিজিৎ যোশী, রাজকুমার হিরানি, কণিকা ঢিলোঁ। চার বন্ধুর এক আবেগঘন বন্ধুত্বের গল্প বলবে এই ছবি। লন্ডন যাওয়ার স্বপ্ন পূরণের তাগিদ ও সেই সফরে শত বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প শোনাবে ‘ডাঙ্কি’, এমন সফর যা তাদের জীবন বদলে দেবে সম্পূর্ণভাবে।
রাজু হিরানি জানান, পাঞ্জাবে একাধিক বাড়ির ছাদে তিনি উড়োজাহাজের রেপ্লিকা তৈরি করে রাখতে দেখেছেন। ছবি তৈরির জন্য গবেষণা করতে গিয়ে খোঁজ করে জানতে পারেন, কীভাবে লন্ডন বা কানাডার মতো দেশে উন্নত জীবনযাপনের সন্ধানে ভিসার সমস্যায় মানুষ কীভাবে ‘ডাঙ্কি রুট’ (পাঞ্জাবি ভাষায় যাকে ‘ডাঙ্কি’ বলা হয়), ধরে বেআইনিভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করে।