Sunday, December 7, 2025
HomeEntertainmentDream Girl 2-এ 'দিল কা টেলিফোনে' উত্তাপ ছড়ালেন আয়ুষ্মান-অনন্যা

Dream Girl 2-এ ‘দিল কা টেলিফোনে’ উত্তাপ ছড়ালেন আয়ুষ্মান-অনন্যা

- Advertisement -

২০১৯ সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানার ড্রিম গার্ল। যা প্রশংসা কুড়িয়েছিল বহু মানুষের। তার বহুমুখী চরিত্র সর্বদা মানুষের নজর কেড়েছে। তাকে দেওয়া যে কোনও চরিত্রে সে কতটা ভালো ভাবে ছদ্মবেশ নিতে পারেন এই বিষয়ে সংশয় নেই।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ড্রিমগার্ল 2 ট্রেলার। যা দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এই ছবিতে রয়েছেন অনন্যা পান্ডে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

   

ড্রিম গার্লের দিল কা টেলিফোন গানটি এবার ড্রিম গার্ল 2 তে রাখা হয়েছে। এই গানটি গোটা দর্শক মহলে উত্তেজনা ছড়িয়েছে।

এই গানের সঙ্গে আয়ুষ্মান ও অনন্যার চমকপ্রদ জুটিতে উৎফুল্ল দর্শক। আপাতত ছবির অপেক্ষায় রয়েছে তার অনুগামীরা। বলিউডে ব্লকবাস্টার সিনেমা হিসেবে আসতে চলেছে এই ছবিটি।

এর আগেও আয়ুষ্মান খুরানার ড্রিম গার্ল তার দর্শকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিল। এবার ফের ড্রিম গার্ল ২ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular