গেহেরাইয়া-তে যে বাংলোটি দেখানো হয়েছে, সেখানে এক দিনের ভাড়া কত জানেন?

gehraiyaan-villa

সমুদ্রের গভীরতা যেমন মাপা যায় না, তেমনি ভালবাসার পরিমাপ ও অসম্ভব। তাইতো ‘গেহেরাইয়া’-তে ছবিতে সমুদ্র হয়ে উঠেছে মেন প্রপ। বারবার দেখানো হয়েছে সমুদ্রকে। সেই সঙ্গে বিলাসবহুল ভিলা। সিনেমার কাহিনি অনুযায়ী যে ভিলার মালকিন অনন্যা পাণ্ডে অভিনীত চরিত্র টিয়া। চিত্রনাট্য অনুযায়ী গল্পের কুশি-লবরা অবসর পেলেই আলিবাগে এই ভিলায় চলে যান ছুটি কাটাতে। প্রথমেই বলে রাখি, এটি আলিবাগে নয় গোয়াতে অবস্থিত। দ্বিতীয়ত এটি কোনও ভিলা নয়, বড় হোটেল নাম ‘আহিল্যা বাই দ্য সি’। এখনে রয়েছে ৯টি রুম, বাগান, একটি স্পা আর দুটি বিরাট সুইমিং পুল। এক রাতের জন্য এই রুমের ভাড়া শুরু ২১ হাজার টাকা থেকে শুরু করে ৩৩ হাজার টাকা পর্যন্ত। তাই যাঁরা গোয়ায় ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা বেশি না চিন্তা করে চলে যেতেই পারেন গোয়ার এই বিলাসবহুল ভিলায়।

Advertisements

১১ ফেব্রুয়ারি থেকে আমাজন প্রাইম ভিডিওয় দেখা যাচ্ছে ‘গেহরাইয়াঁ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে। চেনা ছকের বাইরে প্রেম, পরকীয়া, আবেগের কাহিনি ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক শকুন বাত্রা। সেই প্রসঙ্গেই টুইটারে কেআরকে লেখেন, “গেহরাইয়াঁ নামের সফট পর্ন ফিল্ম দেখছি। সেক্সের দেবতা করণ জোহর আর সেক্সের দেবী দীপিকা পাড়ুকোন।” করণ জোহর প্রযোজিত ছবিকে ‘সফট পর্ন’ আখ্যা দিলেন তিনি।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements