“নিজেই টিকিট কিনছে আর ভুয়ো কালেকশন দেখাচ্ছে” আলিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিব্যার

divya-khosla-kumar-jigra

সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ছবি ‘জিগরা'(Jigra) । এই ছবির ট্রেলার দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এবং নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে ব্যাপক হারে ছবির আগ্রিম টিকিট বুকিং হয়েছে। তবে জিগরা ছবির টিকিট বুকিং নিয়ে আলিয়ার (Alia Bhatt) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে অভিনেত্রী-টি সিরিজের মালকিন দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)।

শনিবার দিব্যা (Divya Khosla Kumar) তার সমাজ মাধ্যমে একটি ফাঁকা পেক্ষাগৃহের ছবি শেয়ার করে লিখেছেন, “নতুন ছবি ‘জিগরা’ দেখতে সিটি মল পিভিআর-এ গিয়েছিলাম। পুরো প্রেক্ষাগৃহ ফাঁকা ছিল। সব ক’টি প্রেক্ষাগৃহই ফাঁকা থাকছে। আলিয়া ভট্টের সত্যিই সাহস আছে। নিজেই সব টিকিট কেটে নকল বক্স অফিস সংগ্রহ ঘোষণা করে দিল।”

   

তবে দিব্যার এই অভিযোগে আলিয়া (Alia Bhatt) কোনো জবাব না দিলেও পরিচালক প্রযোজক করণ জোহার (Karan Johar) মুখ খুলেছেন। করণ তার সমাজ মাধ্যমে দিব্যার নাম না করে একটি পোস্ট লিখেছেন, “মূর্খদের কোনও জবাব না দেওয়াই সবচেয়ে ভাল।”

করণের এই পোস্ট দেখে দিব্যা (Divya Khosla Kumar) তার সমাজ মাধ্যমে আরও দুটি পোস্ট শেয়ার করেছেন। দিব্যা একটিতে লিখেছেন, “মূর্খরা সব সময় সত্যি বললে রেগে যায়।” অন্যটিতে লিখেছেন, “যেটা অর্জন করে নিতে হয়, সেটা চুরি করলে আপনাকে নীরবতার আশ্রয় নিতেই হয়। আপনার তখন আর শিরদাঁড়া বা গলার জোর থাকে না।”

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর মুক্তি পেয়েছে জিগরা’ (Jigra) । স্যাকনিল্ক তথ্য অনুযায়ী, জিগরা ছবির প্রথম দুই দিনের সংগ্রহ মাত্র ১১ কোটি টাকা। যা আলিযার অন্য ছবির তুলনায় অনেক কম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন