HomeBharatDisha Patani-র বাড়ি লক্ষ্য করে গুলি: 'জয় শ্রী রাম' বলে দায় স্বীকার...

Disha Patani-র বাড়ি লক্ষ্য করে গুলি: ‘জয় শ্রী রাম’ বলে দায় স্বীকার গ্যাংস্টারের

- Advertisement -

মুম্বই: বলি তারকা দিশা পাটানির (Disha Patani) বারেইলির সিভিল লাইনের বাড়ি লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে গুলি চালায় দুই আততায়ী। ভোর সাড়ে ৪ টে নাগাদ দুই রাউন্ড শুন্যে গুলি ছোঁড়া হয় বলে শুক্রবার জানায় পুলিশ। এবার সেই ঘটনার দায় স্বীকার করে সমাজমাধ্যমে একটি পোস্ট সামনে এসেছে। অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হলেও সমগ্র বলিউডের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে পোস্টটিতে দাবি করে গ্যাংস্টার রোহিত গোদরা।

পোস্টে কি লেখা হয়?

   

“জয় শ্রী রাম” দিয়ে শুরু করে গ্যাংস্টার লেখেন, “আমরা দুইভাই, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র চরণ বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলি চালিয়েছি। কারণ এই অভিনেত্রী আমাদের সাধু প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন।

আমাদের সনাতন ধর্মকে ছোট করেছেন। আমদের দেবদেবীদের অসম্মান সহ্য করা হবে না। এরপর যদি পাটানি বা অন্য কেউ আমাদের ধর্মকে অসম্মান করে তাহলে তাঁদের বাড়ির কেউ বেঁচে থাকবে না”।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমাজমাধ্যমের পোস্টটির সত্যতা যাচাই করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular