টলিউডে কর্মবিরতি প্রত্যাহার,ক্ষমা চাইলেন পরিচালক শ্রীজিৎ

টলিপাড়া (Tollywood) দীর্ঘদিন ধরেই ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের মধ্যে শীতল যুদ্ধের সাক্ষী। এই দ্বন্দ্ব নতুন নয়, গতবছর থেকে একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের এই অশান্তি চর্চার কেন্দ্রবিন্দুতে…

directors-withdraw-Tollywood-strike-meeting-arup-biswas-indranil-sen-srijit-roy-apologizes

টলিপাড়া (Tollywood) দীর্ঘদিন ধরেই ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের মধ্যে শীতল যুদ্ধের সাক্ষী। এই দ্বন্দ্ব নতুন নয়, গতবছর থেকে একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের এই অশান্তি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সম্প্রতি টলিপাড়ার তিন পরিচালক—কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে কাজ থেকে নিষিদ্ধ করার পর আবারও চরম উত্তেজনা তৈরি হয়েছে।

পরিচালকদের একের পর এক কাজ থেকে আটকানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে পরিচালক মহল। ফেডারেশনের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেও কোনো সাড়া পাননি তারা। এরপরে বৃহস্পতিবার তাঁরা কর্মবিরতির (directors strike) ডাক দেন। যদিও শুক্রবার কিছু প্রজেক্টের শ্যুটিং চলতে থাকে। তবে শেষমেষ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি কিছুটা সমাধান হয়।

   

শুক্রবার মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে পরিচালকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন। আলোচনায় উপস্থিত ছিলেন পরিচালক শ্রীজিৎ রায় এবং জয়দীপ মুখোপাধ্যায়ের প্রজেক্টের নির্মাতারা। বৈঠকের পর জানানো হয়েছে পরিচালক গিল্ড এবং ফেডারেশন তাদের বক্তব্য ২০ ফেব্রুয়ারির পর লিখিতভাবে জানাতে পারবেন। সেই অনুযায়ী পরবর্তী আলোচনা হবে। মন্ত্রীদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। 

পরিচালক শ্রীজিৎ রায় (Srijit Roy) ফেসবুকের মাধ্যমে তার টেকনিশিয়ান বন্ধুদের কাছে ক্ষমা চান। তিনি জানান, “আমি যে মন্তব্যটি করেছিলাম, তাতে আমার টেকনিশিয়ান বন্ধুরা আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে। আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। কেউ বা কোনো ব্যক্তি বিশেষকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না।” শ্রীজিৎ রায় আরও বলেন, “আমরা সবাই এক পরিবার, তাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।”

প্রসঙ্গত, পরিচালকদের কর্মবিরতি ইস্যুতে, পালটা পরিচালকদেরই কাঠগড়ায় তুলেছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবে শুটিং বন্ধ করেছেন পরিচালকরা। কোনও আলোচনা না করেই কাজ বন্ধ করা হয়েছে। সেটে পরিচালকদের সঙ্গে অন্যান্য কলাকুশলীদেরও সম্মান থাকা উচিত। ফেডারেশন শ্রম আইন জানে, এবং সেই অনুযায়ী কথা বলা উচিত।” তিনি আরও বলেন, “পূর্বে ১৮-১৯ ঘণ্টা কাজ করা হতো, তখন শৌচালয়ে যাওয়ারও সময় পেতেন না কলাকুশলীরা। কিন্তু আলোচনার মাধ্যমে সেটি ১৪ ঘণ্টায় সীমাবদ্ধ করা হয়েছিল, এবং সে সময় কে এই সিদ্ধান্তে সায় দিয়েছিল, তা খুঁজে দেখুন।”

তিনি (Swarup Biswas) আরও বলেন, “ফেডারেশন কোনও রাজনৈতিক সংগঠন নয়, আমাদের উদ্দেশ্য শুধুমাত্র টেকনিশিয়ানদের স্বার্থরক্ষা করা।” এরপর পরিচালক গিল্ডকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা ধর্মঘট ডাকলে ইন্ডাস্ট্রির কোনও কিছু নড়ে না। আমরা ধর্মঘট চাইনি, আলোচনা চেয়েছিলাম। কৌশিকবাবু (গঙ্গোপাধ্যায়) এসেছিলেন, আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। তবে পরিচালক একাই কাজ করেন, অন্যান্য কলাকুশলীদের কোনও গুরুত্ব নেই কি?”

বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, টলিউডের পরিচালক এবং ফেডারেশনদের মধ্যে সংঘাত এখনও পুরোপুরি মিটে যায়নি। তবে মন্ত্রীদের আশ্বাসে সমস্যার সমাধান হওয়ার প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারির পর ফের আলোচনা হবে এবং তাঁদের বক্তব্য লিখিতভাবে জমা দেওয়া যাবে।