HomeEntertainmentপরিচালক রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক! থানায় দায়ের অভিযোগ

পরিচালক রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক! থানায় দায়ের অভিযোগ

- Advertisement -

টলিউডের প্রথম সারির পরিচালকদের মধ্যে একজন হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বর্তমানে রাজ তার আসন্ন ছবি সন্তান নিয়ে ব্যস্থ রয়েছেন। এর মাঝেই মঙ্গলবার সকালে চিন্তার ভাঁজ রাজের কপালে। এ দিনই জানা গিয়েছে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) তিনটি অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। এর পরেই কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় রাজ অভিযোগ জানিয়েছেন।পাশাপাশি মেটা কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুকে রাজের (Raj Chakraborty) নামের পরিবর্তে বিদেশী ভাযায় নাম লেখা রয়েছে। রাজের নাম সার্চ করলেও তার প্রোফাইল মিলছে না। একটি রাজের ব্যক্তিগত প্রোফাইল। অন্যটি তাঁর ব্যক্তিগত পেজ আর অপরটি তাঁর প্রযোজনা সংস্থার পেজ।

   

এই ঘটনায় এক সংবাদমাধ্যম রাজের সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান, “সমাজমাধ্যমের খুঁটিনাটি আমি নিজে বিশেষ একটা বুঝি না। সেগুলো দেখভালের জন্য আমার একটা বিশেষ দল রয়েছে। পেজের নাম যে বদলে গিয়েছে, সেই নোটিফিকেশন সকলের কাছে যায়। সকাল থেকেই অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করে বিষয়টা জানান। তার পর বিষয়টি বুঝতে পারি।”

তিনি আরও জানান, বেশ কয়েকদিন ধরে তার ফেসবুক প্রোফাইলে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু তিনি বুঝতে পারেনি তার ফেসবুক প্রফাইল গুলি প্রতারকদের নিশনায়। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি মেটা কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। 

উল্লখ্য, পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ব্যস্ত রয়েছেন তার পরবর্তী ছবি সন্তান নিয়ে। ছবির পেক্ষাপট বাবা ও ছেলের। ছবিতে বাবার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে এবং ছেলের চরিত্রে দেখা যাবে ঋত্তিক চক্রবর্তীকে। এছাড়ও ছবিতে একটি গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকেও।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular