Dipanwita Nath Exclusive: ‘শুধুমাত্র সিনেমা করে পেট চালানো যায় না!-‘দীপান্বিতা নাথ

আদিত্য ঘোষ, কলকাতাঃ তিনি নিজেকে (Dipanwita Nath) ট্রাভেলার বলতে ভালবাসেন! অভিনেত্রী শব্দটার সঙ্গে তিনি বসবাস করেন বটে! কিন্তু তিনি মনে প্রাণে একজন ‘ট্রাভেলার’! এক্সপ্লোরার বললে…

dipanwita nath

আদিত্য ঘোষ, কলকাতাঃ তিনি নিজেকে (Dipanwita Nath) ট্রাভেলার বলতে ভালবাসেন! অভিনেত্রী শব্দটার সঙ্গে তিনি বসবাস করেন বটে! কিন্তু তিনি মনে প্রাণে একজন ‘ট্রাভেলার’! এক্সপ্লোরার বললে তিনি ভেতরে ভেতরে একটু গর্ব বোধ করেন। তবে এইসব কিছুর পরেও তিনি শিল্পী এবং তাঁর শিল্পসত্ত্বাকে বাঁচিয়ে রাখার তাগিদে তিনি প্রতিনিয়ত নিজেকে ভেঙে চলছেন। নতুন চরিত্রের খোঁজে তিনি মুখিয়ে আছেন। নতুন চরিত্রের জন্য তিনি নিজেকে তৈরি রাখেন সবসময়।

তবে তাঁর কেরিয়ারের শুরু থেকেই তিনি মূলধারার ছবির একটু বিপরীতে কাজ করেন। তবুও তাঁর অভিনয়ের প্রশংসা কুড়িয়েছে। তবুও তিনি সর্বজনসমাদৃত। তাঁকে এই মূল ধারার বাংলা ছবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানালেন, ” আমি অত কিছু দেখি না! সবটাই কাজ। মূল ধারা কিংবা তার বিপরীত ধারা বলে আমি কিছু বিচার করি। আমি কন্টেন্ট নিয়ে বেশী ভাবি। ওটাই আসল।”

   

FotoJet 94 Dipanwita Nath Exclusive: 'শুধুমাত্র সিনেমা করে পেট চালানো যায় না!-'দীপান্বিতা নাথ

প্রসঙ্গত কিছু দিন বাদেই মুক্তি পেতে চলেছে ‘অঙ্ক কী কঠিন’। এই বাংলা সিনেমাটি খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে। সৌরভ পালধী পরিচালিত এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপান্বিতা নাথকে। তিনি নিজের চরিত্র নিয়ে খুব বেশী কিছু বলতে চাননি, তবে তাঁর কথায়, ” আমি এই সিনেমায় একটি বস্তির মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তিনটে বাচ্ছা ছেলের গল্প নিয়েই গোটা সিনেমাটি!” জানা গিয়েছে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্ণো মিত্র। এটি একটি মজার ছবি।

মাত্র চার বয়সে তিনি মঞ্চে উঠেছিলেন, ওটাই তাঁর অভিনয় জগতের হাতেখড়ি। তারপর তিনি আর পিছনে ফিরে তাকাননি। অভিনয়টাই করে গিয়েছেন শুধু। একটা দীর্ঘ সময় মঞ্চে কাটানোর পর, তিনি ক্যামেরার সামনে এসেছেন এবং তাঁর ভাষায় ‘’ আমার অভিনয়ের প্যাটার্ন ক্যামেরার সঙ্গে বেশ মানানসই ।‘’ তবে মঞ্চের প্রতি কিন্তু তাঁর কোনও বিদ্বেষ নেই। মঞ্চটা তাঁর কাছে মন্দিরের সমান। তিনি প্রথমে স্বল্প দৈর্ঘ্যের ছবি দিয়ে ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করেন। বালি, কেজেড বার্ড, ডার্কনেস অফ ক্যাওস, অ্যাসেমড কিউপিড-এর মতো স্বল্প দৈর্ঘ্যের ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

কালারস বাংলায় প্রথম প্রতিশ্রুতি এবং দুর্গা, জি বাংলায় জয় বাবা লোকনাথ এবং আকাশ আটে প্যান্ডেমোনিয়াম, এক মাসের সাহিত্য, সত্যমেব জয়তে, রাণী রাসমণি,মৌ-এর বাড়ি, শ্রীময়ীতে তাঁর অভিনয় ইতিমধ্যে বাঙালী দর্শককে নাড়া দিয়েছে। ‘ক্ষ্যাপা’, ‘ ডিকেটটিভ বৌমা’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় দক্ষতা বুঝিয়ে দিয়েছে যে তিনি লম্বা রেসের ঘোড়া। তাঁর প্রথম সিনেমা আড্ডা। তারপরে জাদু কোরাই এবং এছাড়াও কিছুদিন আগে মুক্তি পেয়েছে বনবিবি।

FotoJet 93 Dipanwita Nath Exclusive: 'শুধুমাত্র সিনেমা করে পেট চালানো যায় না!-'দীপান্বিতা নাথ

তাঁকে প্রশ্ন করা হল, ” সিরিয়াল করার ইচ্ছে নেই আর?” তিনি জানালেন,” ইতিমধ্যে কিছু ঠিক করেনি। তবে এই মুহূর্তে সিনেমা করার ইচ্ছে আছে। ভবিষ্যতে অফার এলে নিশ্চয় করব। তবে এই বাংলার বাজারে শুধুমাত্র সিনেমা করে পেট চালানো দায়!” দীপান্বিতার কথায়, ” বাংলা সিরিয়াল থেকে হয়ত একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায় কিন্তু অনেকটা সময় দিতে হয়।” তাঁর কথায় আগামী বেশ কয়েকটি কাজ আসার কথা আছে। সিনেমা এবং ওয়েব সিরিজ আছে, তবে সেই নিয়ে আপাতত কিছু বলতে পারব না। সময় এলেই সব জানাতে পারব।