অ্যাম্বুলেন্সে কেকে মেনন, তাঁকে নিয়ে কোথায় যাচ্ছেন দিব্যেন্দু?

সোশাল মিডিয়াতে কিচ্ছুক্ষন আগে প্রকাশ্যে এসেছে একটা ছবি। সেখানে দেখা যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে চালাচ্ছেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য্য। তাঁর পাশেই বসে আসেন অভিনেতা কে কে মেনন…

সোশাল মিডিয়াতে কিচ্ছুক্ষন আগে প্রকাশ্যে এসেছে একটা ছবি। সেখানে দেখা যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে চালাচ্ছেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য্য। তাঁর পাশেই বসে আসেন অভিনেতা কে কে মেনন (Kay Kay Menon) । দিব্যেন্দু জানিয়েছেন যে এটি সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘শেখর হোমস’ এর শুটিং চলাকালীন একটি মুহূর্ত। ১৪ অগস্ট জিও সিনেমাতে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজ।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সেই পোস্টে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শেখর হোমস’ ওয়েব সিরিজের একটি দৃশ্যের শুটিংয়ের কিছু মুহূর্ত। ছবিগুলিতে একটি ১৯৬৫ এর মডেলের অ্যাম্বুলেন্সে বসে থাকতে দেখা গেছে কে কে মেননকে। অ্যাম্বুলেন্সটি চালাচ্ছেন দিব্যেন্দু। তাঁদের চারদিকে রয়েছে প্রচুর ক্যামেরা। একটি ছবিতে দিব্যেন্দ্যুর পাশে অ্যাম্বুলেন্সের বাইরে দাঁড়িয়ে আছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।বুধবার জিও সিনেমাতে মুক্তি পেয়েছে এই সিরিজ।

   

জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলা থেকে সম্মানিত হলেন কারা? জেনে নিন

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dibyendu Bhattacharya (@dibyenduofficial)

দিব্যেন্দু জানিয়েছেন কে রাত দুটোর সময় বলপুরের একটি জঙ্গলে শুট করা হয় এই দৃশ্যের। এই সিরিজের প্রথম প্রোব একটি ক্যামেও চরিত্রে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন “জঙ্গলের মাঝখানে রাত ২ টোর সময় যখন চারিদিক নিস্তব্ধ তখন ১৯৬৫ র মডেলের একটি ভিনটেজ মডেলের অ্যাম্বুলেন্স চালানো একটি বিরল অভিজ্ঞতা। এই দৃশ্যে আমার সঙ্গে ছিলেন কেকে মেনন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘শেখর হোমস’ এর শুটিংয়ে কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য।”

দিব্যেন্দু পোস্টে আরও লিখেছেন, ” যদিও আমি প্রথম পর্বে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছি, তুবুও পশ্চিমবঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে শুট করতে পেরে আমি খুশি। জায়গাটি আমার হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করেছে। আপনি যদি এটি দেখতে চান তবে এটি বর্তমানে জিও সিনেমাতে স্ট্রিম করছে। অবশ্যই দেখবেন।” এই সিরিজে দিব্যেন্দু ভট্টাচার্য এবং কেকে মেনন ছাড়াও অভিনয় কররেছেন রাসিক দুগ্গল, কীর্তি কুলহারি, এবং রণবীর শরী।