মুম্বই: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বয়স হয়েছিল ৮৯ বছর৷ আজ বিকেলেই মুম্বইয়ের ভিলে পার্লের পাওয়ান হ্যান্স শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ধর্মেন্দ্রর জ্যেষ্ঠ পুত্র সানি দেওলই তাঁর শেষকৃত্য করেন। শেষযাত্রায় উপস্থিত ছিল তাঁর গোটা পরিবার৷
শেষকৃত্যে বলিউড
অভিনেতাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিল প্রায় গোটা বলিউড৷ উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান৷ তাঁদের পরপরই পৌঁছন সালমান খান। বিগ বস ১৯-এর শুটিং-এর ব্যস্ত সূচির মধ্যেও ছুটে আসেন সলমান৷ তাঁকে সারাজীবন নিজের ছেলের মতোই ভালবাসতেন ধর্মেন্দ্র।
ধর্মেন্দ্রর বাড়ির বাইরে দেখা যায় শোকের আবহ। ভেঙে পড়েন সানি দেওল৷ গোটা পরিবারের উপর নেমে আসে শোকের ছায়া। কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছন অভিনেতার মেয়ে ঈশা দেওল৷ কোনও কথা না বলেই দ্রুত ভিতরে চলে যান তিনি। হেমা মালিনিও কাছ থেকে সন্তান ও পরিবারের পাশে রয়েছেন বলে সূত্রের খবর।
ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি Dharmendra Last Rites Pawan Hans
সম্প্রতি শ্বাসকষ্টের কারণে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। চিকিৎসার পর ১২ দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। পরিবারের তরফে আশার কথা শোনানো হলেও বৃহস্পতিবার ভোরে হঠাৎই অবস্থার অবনতি হয়, শুরু হয় জরুরি চিকিৎসা— তবে শেষ পর্যন্ত আর ফিরলেন না সর্বজনপ্রিয় এই তারকা।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁর সন্তানরা সানি ও ঈশা। তাঁরা অনুরোধ করেছিলেন, যাচাই না করা কোনও খবর প্রচার না করতে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস— তার অল্প সময় পরেই এ বার সত্যিই শেষ আলো নিভল।
অমর হয়ে থাকবেন ‘হি-ম্যান’
ভারতীয় সিনেমার ইতিহাসে ‘হি-ম্যান’ নামেই অমর হয়ে থাকবেন ধর্মেন্দ্র। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ড্রিম গার্ল’, ‘ধর্ম ভীর’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘সীতা অউর গীতা’— রোমান্স, অ্যাকশন, কমেডি, মানবিক নাটক— প্রত্যেক ধারায় তাঁর অভিনয় আজও দর্শকের হৃদয়ে অম্লান।
একটি যুগের অবসান ঘটল।
কিন্তু স্মৃতির পর্দায়— ধর্মেন্দ্র অমর।
চলে গেলেন শরীর, থেকে গেলেন সেলুলয়েডের কিংবদন্তি।
