মুম্বই: কয়েকদিন ধরে জল্পনা, উদ্বেগ, আর নানা ভুয়ো খবরে সরগরম ছিল বি-টাউন। অবশেষে এল সেই প্রতীক্ষিত স্বস্তির খবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের প্রিয় ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। বুধবার সকালে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। এখন বাড়িতেই চিকিৎসা ও বিশ্রাম চলবে তাঁর।
গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮৯ বছরের এই প্রবীণ অভিনেতাকে। কয়েকদিনের মধ্যেই চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন তিনি। বুধবার সকালে যখন হাসপাতালের অ্যাম্বুল্যান্স ধর্মেন্দ্রর বাড়ির দিকে রওনা দেয়, তখনই শুরু হয় গুঞ্জন— তাহলে কি ‘ধর্ম পাজি’ বাড়ি ফিরছেন? কিছুক্ষণের মধ্যেই সেই জল্পনার ইতি টানলেন চিকিৎসক প্রতীত সমদানি। সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানান, “সকালে ধর্মেন্দ্রজিকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এখন বাড়িতেই চলবে চিকিৎসা।”
তবে এর মধ্যেই একেবারে উল্টে যায় ছবিটা, যখন দু’দিন আগেই সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর! ক্ষোভে ফেটে পড়েন কন্যা এষা দেওল। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, “আমার বাবা একদম স্থিতিশীল এবং ক্রমশ সুস্থ হচ্ছেন। অনুগ্রহ করে আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।”
একই ক্ষোভ প্রকাশ করেন অভিনেতার স্ত্রী হেমা মালিনীও। সানি দেওলের টিমের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, “ভুয়ো খবর নয়, বরং ধর্মেন্দ্রজির দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করুন।”
ধর্মেন্দ্রর দীর্ঘ ক্যারিয়ারের কথা বললে এখনো চোখ ঝলসে ওঠে, শোলে থেকে চুপকে চুপকে, ধর্মবীর থেকে আপনে— প্রতিটি চরিত্রেই তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত, অকপট, অনবদ্য। আজও তাঁর নামের পাশে ‘হি-ম্যান’ উপাধি যে একদম যথার্থ, তা বলিউড ভালই জানে।
এখন বাড়ির উষ্ণ পরিবেশে প্রিয়জনদের পাশে বিশ্রাম নিচ্ছেন ধর্মেন্দ্র। চিকিৎসকরা আশাবাদী, খুব শিগগিরই আগের মতোই প্রাণবন্ত হয়ে ফিরবেন পর্দার সেই চিরচেনা নায়ক।


