মুম্বই: বলিউডে দিনভর গুঞ্জন, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র নাকি আর নেই! কিন্তু সেই খবর মুহূর্তে উড়িয়ে দিলেন স্ত্রী ও অভিনেত্রী-রাজনীতিক হেমা মালিনী। মঙ্গলবার সকালে এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করে তিনি জানালেন, “ধর্মেন্দ্র সুস্থ হয়ে উঠছেন, এমন ভিত্তিহীন খবর একেবারেই অগ্রহণযোগ্য ও অসম্মানজনক।”
হেমা লিখেছেন, “যা হচ্ছে, তা একেবারেই অনুচিত! একজন মানুষ চিকিৎসার সাড়া দিচ্ছেন, সেখানে এমন মিথ্যে খবর ছড়ানো শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, অত্যন্ত অসম্মানজনকও। পরিবারকে একটু মর্যাদা দিন, আমাদের ব্যক্তিগত সময়ের প্রতি শ্রদ্ধা রাখুন।”
ঈশা দেওলের পোস্টে আশ্বাস
হেমার পরেই সামনে এল কন্যা ঈশা দেওল-এর পোস্ট। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “মিডিয়ায় মিথ্যে খবরের বন্যা বইছে। বাবা স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারের জন্য একটু গোপনীয়তা দিন। আপনারা শুধু প্রার্থনা করুন তাঁর দ্রুত আরোগ্যের জন্য।”
কী হয়েছে ধর্মেন্দ্রর? Dharmendra death hoax debunked
বলিউডের প্রিয় ‘হি-ম্যান’ গত ১ নভেম্বর শ্বাসকষ্টের অভিযোগে ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। কিছু সংবাদমাধ্যম দাবি করে বসে, তাঁকে নাকি আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু সানি দেওলের টিম সেই খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছে।
তাঁদের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “মি. ধর্মেন্দ্র স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আরও আপডেট পরে জানানো হবে। পরিবারের গোপনীয়তা রক্ষা করুন।”
বলিউডের এই কিংবদন্তি অভিনেতার বয়স এখন ৮৯। তাঁর অসুস্থতার খবরে চিন্তিত ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনার বার্তা ছড়িয়েছেন, “গেট ওয়েল সুন, ধরম পাজি!”
ভক্তদের সেই শুভেচ্ছাতেই ভরসা রেখে, হেমা-ঈশা জানাচ্ছেন, ধর্মেন্দ্র এখন ধীরে ধীরে ফিরে আসছেন আগের মতোই প্রাণবন্ত ছন্দে।

