হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র! দুশ্চিন্তায় ভক্তরা

মুম্বই: আর দু-মাসের মধ্যেই আগামী ৮ ডিসেম্বর ৯০-এ পা দেবেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। তার আগেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। সমাজমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই দুশিন্তায় পড়ে গিয়েছেন তাঁর ভক্তরা।

Advertisements

কেন হাসপাতালে ভর্তি হতে হল ভীরুকে?

   

ইদানিং বয়সজনিত কারণে ভুগছেন কালজয়ী ‘শোলে’ ছবির ভীরু চরিত্রে অভিনয় করা কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর, চলতি সপ্তাহের শুরুতেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে চিন্তার কোনও কারও নেই।

“অভিনেতা সুস্থ আছেন এবং নিয়মিত চিকিৎসা পরীক্ষার জন্য প্রায়ই হাসপাতালে যান। এবারেও তাই ভর্তি হয়েছেন। কেউ হয়ত তাঁকে হাসপাতালে দেখে আতঙ্কিত হয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। যা দেখে তাঁর ভক্তরা দুশ্চিন্তায় পড়েছেন। তবে চিন্তার কিছু নেই কারণ তিনি একেবারে সুস্থ আছেন”, বলে জানানো হয়।

Advertisements

বস্তুত, বারবার পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়া আসা করার পরিবর্তে একেবারে ভর্তি হয়েই সব পরীক্ষা করিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ধর্মেন্দ্র নিজেই, বলে জানা গিয়েছে। সূত্রের খবর, “তাঁর দুই ছেলে সানি দেওল (Sunny Deol) এবং ববি দেওল (Bobby Deol) বর্তমানে তাদের নিজ নিজ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তাঁরা বাবার স্বাস্থ্যের উপর গভীর নজর রাখছেন এবং মেডিকেল পরীক্ষা এবং ফলাফল সম্পর্কে আপডেট রাখছেন”।

এই বছর ৮ ডিসেম্বর ৯০-এ পা দেবেন ধর্মেন্দ্র (Dharmendra)। এপ্রিল মাসেই তাঁর ক্যাটারাক্ট অপারেশন হয়। শ্রীরাম রাঘবন পরিচালিত ইক্কিস ছবিতে দেখা যাবে তাঁকে। সর্বকনিষ্ঠ পরমবীর চক্র বিজয়ী অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। ছবিটিতে জয়দীপ আহলাওয়াত এবং সিকান্দার খেরও অভিনয় করেছেন। এটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।