‘Jawan’ release: জওয়ান ঝড়ে উচ্ছাসিত শাহরুখের ভক্তগণ

Jawan' Release

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আজ ৭ সেপ্টেম্বর মুক্তি পেল কিং খানের জওয়ান (‘Jawan’ release)। ইতিমধ্যেই চারিদিকে শুরু হয়েছে জওয়ান ঝড়। বাংলার মাটি থেকে শুরু করে বিদেশ দিকে দিকে টানটান উত্তেজনা। হলে ঢুকেই দেখার তাগিদে জওয়ান।

শাহরুখের ছবির উপরে বিজয়মালা দিয়ে চলছে কিং খানের নামে স্লোগান। সকাল থেকেই বিভিন্ন সিনেমা হলে ভিড় জমিয়েছে ভক্তরা। এই সাত সকালের উপচে পড়া ভিড় বুঝিয়ে দিচ্ছে এরপরে উন্মাদনা আরো বাড়বে। এই সিনেমায় এক নতুন অবতারের শাহরুখ খান নজরে এসেছে। যার কারনে তাকে দেখার জন্য ভক্তরা উচ্ছাসিত।

   

চারিদিকে শুরু হয়ে গিয়েছে জওয়ান ঝড়। সকাল থেকেই সিনেমা হলের আগে রাস্তা থেকে শুরু করে হল পর্যন্ত ভক্তদের ভিড়ে ঠাসা। লম্বা লাইন পড়েছে শাহরুখের দুর্ধর্ষ ছবি দেখার জন্য। চারিদিকে শুধু শাহরুখ আর শাহরুখ। পাঠানের পর শাহরুখের জওয়ান এক অনন্য কৃতিত্ব গড়তে চলেছে।

ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধতে দেখা যাবে শাহরুখ ও নয়নতারাকে। দক্ষিণের অনেক প্রবীণ অভিনেতাকেও দেখা যাবে জওয়ানে। ছবিতে আরও দেখা যাবে বিজয় সেতুপতি, ঋদ্ধি ডোগরা এবং সুনীল গ্রোভারকে। এখন দেখতে হবে পরিচালক অটলি কুমার ও শাহরুখ খানের জুটি পর্দায় কতটা চমক দেখাতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন