Tollywood: ‘খড়িকে পরে সামলাবে, আগে বউকে সামলাও’ গৌরবকে পরামর্শ

দুই পরিবারের ভালবাসা, মন্দবাসায় ঠাসা স্টার জলসার ‘গাঁটছড়া’। দুই বাড়ির তিন ছেলেমেয়ের প্রেম-অপ্রেম, তাদের বিয়ে আর চমকের পর চমক— এই নিয়েই প্রতি পর্ব টানটান। ঋদ্ধি-খড়ির রসায়ন বসিয়ে রাখছে দর্শকদের। কিন্তু এরই মাঝে ছন্দ কাটলেন ঋদ্ধিমানের আসল বউ দেবলীনা। দেবলীনা সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। তিনি প্রায়শই রিল ভিডিও বানান, যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন তিনি। সম্প্রতি একটি রিল নেটদুনিয়ায় পোস্ট করেছেন তিনি। যেখানে হলুদ ব্যাকলেস পোশাকে ‘ নিন্দ চুরায়া তুনে’ গানে উষ্ণতার পারদ চড়াচ্ছেন তিনি। যা দেখে অনেকেই মজা করে বলছেন যে, ঋদ্ধিমান বাবু খড়িকে পরে সামলাবেন, আগে নিজের ঘরের বউ টাকে সামলান।

ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি খড়ি মিস্টার পিটারের মন জয় করে নিয়েছে বাংলার সংস্কৃতি দেখিয়ে। তার উপর তাকে বাঙালি খাবার খাইয়ে তুষ্ট করেছে। এর আগেও খড়ি ঋদ্ধিমানের এক্সহিবিশন পন্ড হওয়া থেকে বাঁচিয়ে ছিল এবং বারংবার ঋদ্ধিমানকে সাহায্য করে খড়ি। কিন্তু ঋদ্ধিমান যেভাবে এখনো খিঁচিয়ে কথা বলে খড়ির সাথে একদম সহ্য করতে পারেন না দর্শকরা। একজন দর্শক যেন বাধ্য সোশ্যাল মিডিয়া লিখেছেন যে নির্মাতাদের এবার একটু এদিকে নজর দেওয়া দরকার। খড়ির হাত ধরে যেভাবে বার বার ঋদ্ধিমান হ্যাঁচকা টান দেয় সেটা খুব দৃষ্টিকটু লাগে। এটা পরোক্ষভাবে বধূ নির্যাতন ছাড়া আর কিছু নয়।শারীরিকভাবে মারধর করছে না কিন্তু প্রচন্ড হারে মানসিক নির্যাতন করা হয় খড়ির উপর।

   

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন