HomeEntertainmentDevleena Kumar: রঙিন বিকিনিতে সাগর পাড়ে আগুন ছড়ালেন উত্তমকুমারের নাত-বউ

Devleena Kumar: রঙিন বিকিনিতে সাগর পাড়ে আগুন ছড়ালেন উত্তমকুমারের নাত-বউ

- Advertisement -

লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে এখন খানিকটা দূরে রয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devleena Kumar) তথা উত্তম কুমারের নাত বউ। একঘেয়েমি কাটাতে ছুটির মরশুমে বেরিয়ে পড়েছেন দেবলীনা। ঘুরতে যেতে ভীষণই পছন্দ করেন দেবলীনা। দিনকয়েক আগেই আমেরিকা থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছিলেন তিনি। এবারের ডেস্টিনেশন থাইল্যান্ড।

আর সেখান থেকেই নেটদুনিয়ায় নিজের হট ছবি পোস্ট রাতের ঘুম উড়ে গেছে ভক্তদের। অভিনেত্রীর সেক্সি লুক বরাবরই নজর কাড়ে ভক্তদের। তার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সাগরপাড়ে রঙিন বিকিনিতে রোদ পোহাচ্ছেন দেবলীনা। বিকিনির সঙ্গে মাথায় বড় সাইজের টুপি পরেছেন, সঙ্গে সানগ্লাস তো রয়েইছে।

   

ফ্ল্যাট অ্যাবস,ছিপছিপে কোমর, আর সুন্দর ফিগার এটাই যেন অভিনেত্রী দেবলীনা কুমারের আইকন। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। হামেশাই বোল্ড লুকে ঝড় তোলেন তিনি। আর এবারেও তার পোস্ট দেখে উচ্ছসিত দর্শকরা। অসংখ্য ভক্তদের কমেন্টের বন্যা বয়ে গেছে দেবলীনার পোস্টে।

বরাবরই তবে সমালোচনাকেও মোটেই পাত্তা দেন না তিনি। স্পষ্ট ভাষায় কথা বলতে তিনি যে ভীষণ পছন্দ করেন।এমনকি স্পষ্টবাদী হিসেবে তার বেশ নামডাকও রয়েছে। ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা ও নাচ নিয়ে সকলের মন জয় করে নিয়েছেন দেবলীনা। এছাড়াও বেশ কিছু ডান্স রিয়্যালিটি শো-তেও দেখা গেছে তাকে। বর্তমানে সাহেবের চিঠি ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দিয়েছেন দেবলীনা কুমার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular