নতুন বছরে শুরুতেই ‘রঘু ডাকাত’-এর লুকে নজর কাড়লেন দেব,কবে মুক্তি পাচ্ছে ছবি?

নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য বড় চমক আনলেন অভিনেতা দেব (Dev)। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন তার আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)-এর লুক। নিষ্ঠুর চোখে…

Superstar Dev Drops 'Raghu Dakat' Look, Film Release Date Confirmed

নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য বড় চমক আনলেন অভিনেতা দেব (Dev)। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন তার আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)-এর লুক। নিষ্ঠুর চোখে তীব্র কাঠিন্য ও করাল উপস্থিতি নিয়ে নিজের রূপান্তরিত লুক শেয়ার করে জানিয়ে দিলেন ছবির মুক্তির তারিখ।

২০২১ সালে কালীপুজোর আগে ‘রঘু ডাকাত’(Raghu Dakat) ছবির ঘোষণা করেছিলেন দেব (Dev)। ছবির প্রথম লুক শেয়ার করে সেই সময় দেব লিখেছিলেন, “আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।” তবে সেই ঘোষণা হওয়ার পর থেকে ছবিটি নিয়ে জল্পনা বেড়ে গিয়েছিল। ছবির কাজ আদৌ শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। দীর্ঘ চার বছরের অপেক্ষার পর অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। 

দেব তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘রঘু ডাকাতের’ নতুন লুক শেয়ার করে লিখেছেন,’শুভ নববর্ষ! প্রতিশ্রুতি অনুযায়ী, খাদান-এর পর, আমি আমার পরবর্তী উদ্যোগ (ছবি) নিয়ে আসছি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Advertisements

টলিপাড়ার সূত্র অনুযায়ী, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় চিত্রনাট্যের কাজ শেষ করেছেন। দেবের সঙ্গে শুটিংয়ের তারিখ নিয়ে কথাবার্তাও চলছে। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছবির কিছু দৃশ্য শুটিংয়ের পরিকল্পনা চলছে। জায়গা নির্বাচন ও রেইকি প্রায় শেষ পর্যায়ে। নতুন বছরের শুরুতেই সুপারস্টার দেব পোস্টার প্রকাশ করে জানিয়েছেন পুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। এই পোস্টার ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের (Dev) ‘খাদান’ ছবি । এই ছবিটি ইতিমধ্যেই ১১ দিনে ১০ কোটির বেশি আয় করে বক্স অফিসে ঝড় তুলেছে। সেই সাফল্যের রেশ ধরেই ‘রঘু ডাকাত’(Raghu Dakat) -এর কাজ শুরু হওয়ার পথে।