Dev: প্রধান রিলিজের সবাইকে চিন্তায় ফেলেছিলেন দেব, কেন?

Dev: টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা দেব। সম্প্রতি একের পর এক দুর্দান্ত ছবির মধ্যে দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। ৮…

Dev

short-samachar

Dev: টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা দেব। সম্প্রতি একের পর এক দুর্দান্ত ছবির মধ্যে দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। ৮ থেকে ৮০ সকলেই এখন দেবের পরম ভক্ত।

   

যেহেতু অভিনেতা জনপ্রিয়তা রয়েছে তাই খুব স্বাভাবিকভাবে অভিনেতাকে নিয়ে চিন্তা হয় প্রত্যেকেরই। জানা গিয়েছে অভিনেতার দেব নাকি ঠিক করে খাওয়া দাওয়া করেন না। এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, “অফিসের সবাই তো চিন্তিত আপনার স্বাস্থ্য নিয়ে। আপনি ঠিক সময় খাওয়াদাওয়া করছেন না?”

দেব এই প্রসঙ্গে জানিয়েছেন, “ওদের সবাইকে বলব, ওরা যে দিন প্রযোজক হয়ে যাবে সে দিন বুঝবে কেন এমন করছি। আর ‘বাঘা যতীন’ এমন একটা ছবি যা জীবনে বার বার আসবে না। তাই সব রকম ভাবে দর্শকের মনে গেঁথে দিতে চাই। এখন যদি একটু খেটে নিই, মানুষ ঠিক ভালবাসবে। এখন একটু বেশি পরিশ্রম হচ্ছে ঠিকই। কিন্তু এটাই তো মজা। পুজো কেটে যাক। ‘প্রধান’-এর শুটিং শেষ হোক। তার পর একটু বিশ্রাম নেব। এখন না।”

অভিনেতা দেবে আদৌ ইতিহাস নিয়ে কোন আগ্রহ রয়েছে কিনা? জিজ্ঞাসা করলে তিনি জানান,” হ্যাঁ, আমি ইতিহাস নিয়ে ভীষণ আগ্রহী। যে কোনও দেশ, শহরের ইতিহাস আমায় ভীষণ টানে। আমি তো বিশ্বের বিভিন্ন শহরে ঘুরতেও যাই। সেই দেশের ইতিহাস, সংস্কৃতি সেই সব কিছু নিয়ে রীতিমতো পড়াশোনা করে যাই। এই আগ্রহ কিন্তু আমার বরাবরের।”