Dev: দেব কথা রাখেন, মিথ্যে প্রতিশ্রুতি দেন না

Dev

Dev: দেব বাকিদের মতো প্রতিশ্রুতি দেন না। অনুমোদন নিয়ে এসেছেন ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তো কিছুদিন আগেই একটি মিটিংয়ে জানিয়ে দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে দেব নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গেও ঝগড়া করতে ছাড়বেন না। ইন্দিরা গান্ধী ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন করেছিলেন। সেই ১৯৫১-৫২ সাল থেকে এটি নিয়ে টানাপোড়েন চলছে। দেব তো এবার সেটাই করতে চলেছেন। স্পষ্টতই এমনটা জানিয়ে দিয়েছেন অভিনেতা দেব।

দেবের কথায় আরও জানা গিয়েছে, ‘গত বছর দুয়েক ধরে টানাপোড়েন চলছে। আমি দিদি আর অভিষেককে বহুবার বলেছি রাজনীতি ছাড়ার কথা। কিন্তু হয়নি। আমি কখনও আমার দলকে ব্ল্যাকমেল করিনি। মানুষের ভালো করতে চেয়েছি। তাই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই ফিরলাম। সিবিআই, ইডির ভয় নিয়ে আবারও লড়াই করছি।’ রাজনীতি ছাড়ার আগে দেবের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে অভিনেতা বলেছিলেন, ‘আমি আমার দলের থেকে কখনই কিছু চাই না। আমি কখনই কিছু দাবি করিনি যে আমার এটা চাই, ওটা চাই। ফলে আমি যেহেতু কখনই দলের থেকে কিছু চাইনি তাই দল আমায় দেয়নি বা না করেছে এমন কিছু নেই। ফলে দল বদলানোর কথাও ওঠেনি।’

   

অর্থাৎ দেবের কথায়, তিনি আগাগোড়াই রাজনীতি করার জন্য রাজনীতিতে আসেন নি বরং মানুষের জন্য কিছু করার জন্য এসেছিলেন বলে জানানো হয়েছে। যদিও অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি দেবকে। কেউ কেউ দাবি করেছিলেন যে নিজের সিনেমার সাফল্যের স্বার্থে এমনটা করছেন অভিনেতা। যদিও সে কথা উড়ে গিয়েছে ফ্যানেদের ভালবাসায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন