প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ ঝড়, দেব-শুভশ্রী জুটির কামব্যাকে দ্বিতীয় দিনে রেকর্ড আয়

কলকাতা: দশ বছরের অপেক্ষার অবসান। অবশেষে বাংলার রুপোলি পর্দায় ফিরল দেব-শুভশ্রীর জুটি। আর সেই আবেগকে ঘিরেই বক্স অফিসে এখন শুধু ‘ধূমকেতু’র ঝড়। ১৪ অগস্ট মুক্তির…

Dev Subhashree Dhumketu collection

কলকাতা: দশ বছরের অপেক্ষার অবসান। অবশেষে বাংলার রুপোলি পর্দায় ফিরল দেব-শুভশ্রীর জুটি। আর সেই আবেগকে ঘিরেই বক্স অফিসে এখন শুধু ‘ধূমকেতু’র ঝড়।

১৪ অগস্ট মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে ২.১০ কোটি টাকা। দ্বিতীয় দিন অর্থাৎ স্বাধীনতা দিবসের ছুটির বাজারে সেই অঙ্ক এক লাফে পৌঁছে গেল ৩.০২ কোটিতে। বক্স অফিসে এই সাফল্যে যেমন উচ্ছ্বসিত নির্মাতারা, তেমনি খুশি বাংলার সিনেপ্রেমীরাও।

   

আবেগ, অপেক্ষা আর প্রত্যাবর্তনের গল্প

‘ধূমকেতু’ শুধু একটি ছবি নয়, বরং এক প্রজন্মের নস্টালজিয়া। দেব-শুভশ্রীর রসায়ন একসময় ঝড় তুলেছিল টলিউডে। শুধু পর্দায় নয়, অফস্ক্রিন প্রেম নিয়েও শিরোনামে ছিলেন তাঁরা। বিচ্ছেদের পর সেই অধ্যায় বন্ধ হলেও ভক্তদের মন থেকে মুছে যায়নি ‘দেশু’ জুটি।

আসলে, এই ছবি তৈরি হয়েছিল বহু আগে। নানা জটিলতা, আইনি টানাপোড়েন ও প্রযোজনাগত সমস্যার কারণে মুক্তি আটকে ছিল প্রায় এক দশক। অবশেষে সব বাধা কাটিয়ে ২০২৪-এ প্রেক্ষাগৃহে পৌঁছল ‘ধূমকেতু’। আর দর্শকও যেন ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন।

প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ ঝড়, দেব-শুভশ্রী জুটির কামব্যাকে দ্বিতীয় দিনে রেকর্ড আয়

Advertisements

আগামিদিনে কী? Dev Subhashree Dhumketu collection

১৫ অগস্টের পর টানা শনি-রবিবারের ছুটি থাকায় প্রথম সপ্তাহেই আয় আরও আকাশছোঁয়া হবে বলে আশা করছেন নির্মাতারা। ইতিমধ্যেই কলকাতার একাধিক হল ‘হাউসফুল’। মফস্বলেও দর্শকের ঢল। অনেকেই বলছেন—বাংলা ছবির প্রতি আগ্রহ ফেরাতে ‘ধূমকেতু’ কার্যকর ভূমিকা নেবে।

দর্শকের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় দেব-শুভশ্রীর ঝলমলে কেমিস্ট্রি নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে। অনেকের মতে, “এ যেন শুধুই সিনেমা নয়, এক যুগের আবেগের প্রত্যাবর্তন।” করতালি, সিটি আর আবেগ—সব মিলিয়ে প্রতিটি শো হয়ে উঠছে উৎসবমুখর।

এক দশক আগে অসম্পূর্ণ থাকা গল্পকে অবশেষে পূর্ণতা দিল ‘ধূমকেতু’। দেব-শুভশ্রীর হাত ধরে ফের টলিউড পেল বক্স অফিসে এক দুর্দান্ত সূচনা।

Entertainment: After a decade-long wait, the iconic pair of Dev and Subhashree have reunited on screen in “Dhumketu.” The film’s emotional return has fueled a box office storm, with its collection soaring to ₹3.02 crore on the second day.