ফের ছুটির মেজাজে দেব-রুক্মিণী, কোথায় গেছেন তাঁরা?

সোশাল মিডিয়াতে শুরু হয়ে গেছে তাঁর আসন্ন ছবি ‘খাদান’ এর প্রচার। এর মধ্যেই ১০ অগস্ট রাতে কলকাতা ছাড়েন অভিনেতা দেব-রুক্মিণী মিত্র (Dev Rukmini)। বিমান বন্ধরে…

সোশাল মিডিয়াতে শুরু হয়ে গেছে তাঁর আসন্ন ছবি ‘খাদান’ এর প্রচার। এর মধ্যেই ১০ অগস্ট রাতে কলকাতা ছাড়েন অভিনেতা দেব-রুক্মিণী মিত্র (Dev Rukmini)। বিমান বন্ধরে একজন অনুরাগীর সঙ্গে ফ্রেমবন্দি হন তাঁরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এবার কথায় গন্তব্য এই তারকা জুটির?

Advertisements

কলকাতা ছাড়ার কিছু ঘন্টার মধ্যেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন দেব অধিকারী । সেই ছবিতে ছিল পাহাড়, এবং বালি। এছাড়াও ছবিতে রয়েছে সোনালি রোদ। এই ছবি দেওয়ার কিচ্ছুক্ষণের মধ্যেই নিজের একটি ছবি পোস্ট করেন দেব। সেই ছবিতে কালো শার্ট এবং কালো ট্রাউসার পরে আছেন তিনি। তিনি বসে আছেন শতরঞ্জির পাতা একটি জায়গায়। পাহাড়ের ছায়া পড়েছে তাঁর ওপর। এছাড়াও ছবিতে দেখা যাচ্ছে মিঠে রোদ।

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

তবে শুধু দেব নন, তাঁদের বেড়ানো থেকে আলাদা করে ছবি পোস্ট করেছেন রুক্মিনী মৈত্রও। তিনিও দেবের মতো কালো টপ এবং ট্রাউসার পরে পিছন দিক করে পোজ দিয়েছেন রুক্মিণী। তাঁর ছায়া পড়ছে বালির ওপর। রুক্মিণী ক্যাপশনে লিখেছিলেন, “ছুঁয়ে ফেললাম।” এদিন কথায় ঘুরতে গেছেন তাঁরা, সে বিষয়ে পোস্টে খোলসা করেননি কেউই তবে ছবিগুলো দেখে অনেক অনুরাগীরাই অনুমান করেছেন যে জর্ডানে গিয়ে থাকতে পারেন তারকা জুটি।

ঘন্টা দুয়েক আগেই জর্ডান থেকে নতুন দুটো ছবি পোস্ট করেছেন দেব। সেই ছবিতে বালি ও পাহাড়ের পটভূমিতে নীল শার্ট, নীল ট্রাউসার এবং সানগ্লাস পরে পোজ দিয়েছেন তিনি। তবে বরাবরের মতোই, ছবির ক্যাপশনে তিনি লিখেছে, “এমনি।”  সম্প্রতি ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃতীয়বার সংসদ নির্বাচিত হয়েছেন দেব। রাজনৈতিক ও সিনেমার ব্যস্ততা কাটিয়ে বেরিয়ে পড়লেন তিনি। প্রসঙ্গত, একসঙ্গে ঘুরতে গেলেও একসঙ্গে ছবি সচরারচর দেন না দেব-রুক্মিণী। তবে প্রতি বছর রুক্মিনীর জন্মদিনে তাঁদের বেড়ানোর মুহূর্তের কিছু ছবি পোস্ট করেন দেব। সম্প্রতি সৃজিত মুখার্জি ‘টেক্কা’ ছবির শুটিং ও ডাবিং শেষ করেছেন দেব ও রুক্মিণী। দূর্গা পুজোয় মুক্তির কথা রয়েছে এই ছবির।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

সম্প্রতি তাঁর সোশাল মিডিয়াতে সুরিন্দর ফিল্মস এর সঙ্গে যৌথ প্রচারে নেমেছে ডেভের প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’। কয়েকদিন আগে তাঁদের ছবির সংক্রান্ত ‘সবচেয়ে বড় আপডেট’ আনার প্রতিশ্রুতি দিয়েছিল দুই প্রযোজনা সংস্থা। সোমবার কিচ্ছুক্ষন আগে বাংলা ছবির ‘ সবচেয়ে বড় বন্ধুত্বের কাহিনী’ সেলুলয়েডে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

সুজিত রিনো দত্ত পরিচালিত ‘খাদান’ ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা করেনি নির্মাতারা। দেবের পাশাপাশি যীশু সেনগুপ্ত, অনির্বান চক্রবর্তী, ইধিকা পাল ও বরখা সেনগুপ্তকে দেখা যাবে ছবিতে। কবে মুক্তি পাচ্ছে ‘খাদান’? উত্তরের অপেক্ষায় দেব অনুরাগীরা।