Mithun-Dev: অবশেষে দেবের সঙ্গে হাত মেলালেন মিঠুন

শুধু হাত নয়, রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাদের। একদিকে মহাগুরু মিঠুন(Mithun Chakraborty) অন্যদিকে বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের মহানায়ক দেব(Dev)। আসতে…

শুধু হাত নয়, রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাদের। একদিকে মহাগুরু মিঠুন(Mithun Chakraborty) অন্যদিকে বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের মহানায়ক দেব(Dev)। আসতে চলেছে নতুন ছবি “প্রজাপতি”। টনিকের পর আবারও সেই একই স্বাদের ছবি নিয়ে আসছে দেব। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিজের দ্বারা প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী শীতে। অভিজিৎ সেনের পরিচালিত এই ছবি যে একেবারে সপরিবারে দেখার যোগ্য তা ছবির পোস্টারই বলে দিচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ব্লকবাস্টার ছবি “টনিক” এর পরিচালক ছিলেন তিনিই। 

Advertisements

 অন্যদিকে বহুদিন পর বড়পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী কে। সাধারণত তাকে এই মুহূর্তে বেশিরভাগ সময়েই রাজনীতির মাঠে দেখা যায়। আবারও বহুদিন পর সিলভার স্ক্রিনে তাকে দেখে মানুষের প্রতিক্রিয়া কিরম হয় তাই এখন ক্রমশ প্রকাশ্য। 

বিজ্ঞাপন

 জানা যাচ্ছে, বড়দিনের দোরগোড়ায় এই ছবি হলে মুক্তি পাবে। বড়দিন উপলক্ষে দেব ও মিঠুনের জুটি মানুষ কে কতখানি খুশি করতে পারে তা জানতেই অপেক্ষায় থাকবো আমরা।