Home Entertainment ‘ভোটে দাঁড়াবেন না’- বিদায়বাণী দেবের?

‘ভোটে দাঁড়াবেন না’- বিদায়বাণী দেবের?

Dev

তৃণমূল ছাড়ছেন Dev! বেশ কয়েকদিন ধরেই ছিল গুঞ্জন। আজ অভিনেতার ইনস্টাগ্রাম পোস্ট এ যেন সেই খবরেই পড়ল সিলমোহর। আর ‘কয়েক ঘণ্টা’। এমনটাই লিখে পোস্ট করেছেন তিনি। কিসের ইঙ্গিত দিয়ে চেয়েছেন? তা যদিও একেবারেই স্পষ্ট নয়।

Advertisements

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি অনুযায়ী দেখা গিয়েছে, লোকসভায় বসার আসনের এলইডি স্কিনের সামনে রয়েছেন দেব। তাতে তার নাম লেখা বড় বড় করে। আর বিন্দু এক বাদেই শুরু হবে লোকসভার বাজেট অধিবেশন। তারপরেই শেষ হবে এই লোকসভা। ভোটের পরে শুরু হতে চলেছে নতুন লোকসভা। এই সন্ধিক্ষণে অভিনেতা দেবের এই পোস্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কিছুদিন আগেই ঘাটালের কলেজ ঘাটাল মহকুমা হসপিটালের রোগী কল্যাণ সমিতি ও বীরসিংহ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্থাপন দিয়ে দিয়েছিলেন অভিনেতা। তারপরেই বুধবারে এই পোস্ট যেন ধুয়ে ধুয়ে শেয়ার করছে।

   

শাসকদলের মধ্যেই ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। রাজ্যের এক মন্ত্রীর ওপর বেশ ছোটে রয়েছে অভিনেতার দেব। তার ছবি নন্দনে জায়গা না পাওয়া নিয়েই নাকি শুরু হয়েছিল এই ক্ষোভের সূত্রপাত। যদিও একথা কখনোই প্রকাশ্যে দাবি করেন নি অভিনেতা। অনেকের মতেই দেব ঘনিষ্ঠরা মন্ত্রীর ওপর ক্ষোভে কথা বলল নেপথ্যে রয়েছে আরও অন্য কিছু কারণ। তবে সেই কারণে ঠিক কি বক্তব্য! অনেকেই বলছেন গরু পাচার মামলার তদন্তের সূত্র ধরে দেবকে নাকি ডেকে পাঠিয়েছিল সিবিআই। এমনও সোনা গিয়েছে গরু পাচারের টাকা দেবের ছবিতে নাকি বিনিয়োগ করা হয়েছিল। দেব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এড়াতেই হয়তো আর ভোটে দাঁড়াতে চান না বলে অনেকেই মনে করছেন।

Advertisements